India vs England: কলকাতায় পৌঁছেই বাউন্সারের মুখে গুরু গম্ভীর, ইডেনে রবিবাসরীয় প্রস্তুতি বাতিল ইংল্যান্ডের
Eden Gardens: শনিবার রাত সোয়া আটটা নাগাদ দমদমে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে পা রাখা ইস্তক গম্ভীরের দিকে ধেয়ে এল একের পর এক প্রশ্নবাণ।

সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্স (Eden Gardens) তাঁর কাছে কার্যত ঘরের মাঠ। কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক হিসাবে জোড়া আইপিএল জিতেছেন। মেন্টর হিসাবেও কেকেআরকে দিয়েছেন ট্রফি। নাইটদের ঘরের মাঠের প্রত্যেকটি ঘাস যেন তাঁর হাতের তালুর মতো চেনা।
সেই গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) শনিবার কলকাতায় পা রেখেই অবশ্য সামলাতে হল বাউন্সার। চ্যাম্পিয়ন্স ট্রফির দল কেমন হয়েছে? দল নিয়ে মতামত কী? আপনার পছন্দের দল করা হয়েছে?
শনিবার রাত সোয়া আটটা নাগাদ দমদমে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে পা রাখা ইস্তক গম্ভীরের দিকে ধেয়ে এল একের পর এক প্রশ্নবাণ। শনিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর। তবে গুরু গম্ভীরকে প্রকাশ্যে দেখা যায়নি। যা উপলব্ধি করে আলোচনা শুরু হয়ে যায়, ভারতীয় বোর্ড কি গৌতির ডানা ছাঁটার কাজ শুরু করে দিয়েছে?
যে কারণে রাতে গম্ভীরকে হাতের কাছে পেয়ে অত্যুৎসাহীরা দল নিয়ে প্রশ্ন ছুড়ে দেন। গম্ভীর অবশ্য নির্লিপ্ত ছিলেন। কোনও প্রশ্নের দিকেই কর্ণপাত না করে বাড়িতে উঠে পড়েন। রওনা দেন বাইপাসের ধারে নির্ধারিত টিমহোটেলের দিকে।
শনিবার গম্ভীরের পাশাপাশি কলকাতায় পৌঁছে গেলেন ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, কেকেআরের হার্টথ্রব রিঙ্কু সিংহ, অস্ট্রেলিয়া সফরের আবিষ্কার নীতীশ কুমার রেড্ডি, বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মারা। রাতে পৌঁছে যাওয়ার কথা সুপারস্টার হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে দলের সেরা পেস অস্ত্র মহম্মদ শামিরও। রবিবার থেকে ইডেনে প্র্যাক্টিসে নেমে পড়বে ভারতীয় দল।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ইডেনে ২২ জানুয়ারি, বুধবার। তার আগে রবিবার থেকে তিনদিনের প্রস্তুতি শিবির সারবে টিম ইন্ডিয়া। রবিবার বিকেলে ইডেনে প্র্যাক্টিস করবেন ভারতীয় ক্রিকেটারেরা।
তবে, রবিবার প্র্যাক্টিস বাতিল করেছে ইংল্যান্ড দল। অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন শুক্রবার কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছে গিয়েছেন তাঁর বাকি সতীর্থ ও কোচিং স্টাফেরাও। প্রথম ঠিক ছিল, রবিবার দুপুর ১টা থেকে ইডেনে প্র্যাক্টিস করবে ইংল্যান্ড। কিন্তু সেই প্র্যাক্টিস বাতিল করেছে ইংরেজ শিবির। রবিবার বিশ্রাম নিতে চায় তারা।
আরও পড়ুন: অগ্নিগর্ভ মোহনবাগানের সভা! মারধরের অভিযোগ দেবাশিস গোষ্ঠীর, পাল্টা কী বললেন সৃঞ্জয়?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
