Ind vs Eng: শুভমন গিল ও টিম ইন্ডিয়াকে তীব্র কটাক্ষ ইংরেজ ক্রিকেটারের, শুনে নিশপিশ করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা
Shubman Gill: সিরিজ শুরুর আগে মনঃস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেল। শুরু করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নিক নাইট। প্রথম টেস্টের আগে তাঁর নিশানায় শুভমন।

লিডস: অধিনায়ক হিসাবে তিনি অগ্নিপরীক্ষায় বসতে চলেছেন। কারণ, রোহিত শর্মার (Rohit Sharma) জুতোয় পা গলিয়ে ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর শুভমন গিলের (Shubman Gill) প্রথম পরীক্ষা ইংল্যান্ডের মাটিতে। ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ২০ জুন (IND vs ENG 1st Test Date) থেকে শুরু হতে চলেছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার টেস্ট অবসর (Virat Kohli Retirement) -এর পর এটি টিম ইন্ডিয়ার প্রথম টেস্ট সিরিজ হবে। বিশেষ করে, এটি নতুন ক্যাপ্টেন শুভমন গিলের জন্য নতুন চ্যালেঞ্জ হবে, যিনি প্রথমবার টেস্ট টিমের নেতৃত্ব দেবেন। ক্যাপ্টেন হিসাবে গিলকে পুরো দলকে একসঙ্গে চালাতে হবে, সেই সঙ্গে তাঁর উপর ব্যক্তিগতভাবেও ভাল পারফর্ম করার চাপ থাকবে।
তবে সিরিজ শুরুর আগে মনঃস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেল। শুরু করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নিক নাইট। প্রথম টেস্টের আগে তাঁর নিশানায় শুভমন।
নিক নাইট বলেছেন যে, শুভমন গিল ক্যাপ্টেন হিসাবে ভাল করতে পারবেন, কিন্তু প্রশ্ন হল, তিনি ক্যাপ্টেন হিসাবে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সকে কীভাবে আরও ভাল করতে পারবেন। হঠাৎ তাঁর উপর আরও ১০ জন খেলোয়াড়কে সামলানোর দায়িত্ব এসে পড়েছে। নাইটের মতে, পুরো দলকে একসঙ্গে নিয়ে চলা গিলের জন্য খুব বড় চ্যালেঞ্জ হবে।
গিল জানেন না...
নিক নাইট বলেছেন, "শুভমন গিল কি কোচের সাহায্য নিয়ে, অধিনায়কত্বের দায়িত্ব ভালভাবে সামলানোর পাশাপাশি নিজের ব্যাটিংয়েও মনোযোগ দিতে পারবে? ও সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে কীভাবে সিদ্ধান্ত নেবে, আমি তার উত্তর জানি না। আমার মনে হয় না ও নিজে এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে। তবে, সিরিজ যত এগোবে, ততই ও বুঝতে পারবে।"
ইংল্যান্ডের নিশানায় গিল
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের মতে, ইংল্যান্ড দল যে কোনও মূল্যে শুভমন গিলকে নিশানা করবে। নিক নাইট বলেছেন, "এর চেয়ে দুর্বল দল আর হতে পারে না, যার ক্যাপ্টেন চাপে নিরাপত্তাহীন বোধ করছে। এর ফলে ড্রেসিংরুমে গভীর প্রভাব পড়ে। তাই গিল ইংল্যান্ডের নিশানায় থাকবে। ইংল্যান্ড দল চাইবে গিল অস্বস্তি বোধ করুক।"
অতীতে ভারতীয় দল যখনই অস্ট্রেলিয়া সফরে গিয়েছে, অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকারা মানসিক চাপ তৈরির খেলায় মেতে উঠেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে শুভমনের জন্যও সেই একই দাওয়াই।




















