IND vs ENG: লর্ডসে হারের পরই ফের কোচ গম্ভীরের কেরিয়ার নিয়ে সংশয়, বাঁচিয়ে রাখতে পারবেন নিজের চেয়ার?
Gautam Gambhir: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে হারতে হয়েছিল। কিউয়িদের বিরুদ্ধে তাঁর আগে হোয়াইটওয়াশ হতে হয় ভারতকে।

লন্ডন: পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। লিডসে প্রথম টেস্টে হারের পর বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। তৃতীয় টেস্টে ফের লর্ডসে হারতে হয় টিম ইন্ডিয়া। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে পিছিয়ে এবার চাপ বেড়েছে গৌতম গম্ভীরের। ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর থেকে টেস্টে একেবারেই ভাল পারফরম্য়ান্স নেই গৌতম গম্ভীরের। তাঁর কোচিংয়ে ভারত এখনও পর্যন্ত ১৩ টেস্টে খেলেছে। তার মধ্য়ে আটটি ম্য়াচে হারতে হয়েছে। চারটি ম্য়াচে ভারত জিতেছে। ১টি ম্য়াচে ড্র করেছে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে হারতে হয়েছিল। কিউয়িদের বিরুদ্ধে তাঁর আগে হোয়াইটওয়াশ হতে হয় ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর গত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ভারতকে। আবার ইংল্য়ান্ডে এই মুহূর্তে সিরিজে পিছিয়ে থাকার ফলে চতুর্থ টেস্ট কার্যত ডু অর ডাই ম্য়াচ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। লর্ডসে অল্পের জন্য হারতে হয়েছে ভারতকে। ২২ রানে ম্য়াচ খোয়াতে হয়েছে তাঁদের। ভারতের টপ অর্ডার ব্য়াটার একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি। এই পরিস্থিতিতে গম্ভীরের কোচিং কেরিয়ারও কিন্তু এই ইংল্যান্ড সিরিজের জন্য সংশয়ে রয়েছে।
এদিকে, লর্ডসে হারের পর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা কোচ অনিল কুম্বলের মতে ওভারের তিন বল বাকি থাকতে সিরাজকে শোয়েব বশিরের বিরুদ্ধে স্ট্রাইক দেওয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল। তিনি বলেন, 'কারুর যদি ঝুঁকি নিয়ে আউট হওয়ারই ছিল, তাহলে সেটা জাডেজার ছিল, সিরাজের নয়। ওইরকম এক পরিস্থিতিতে সিরাজকে বশিরের গোটা ওভার খেলতে দেওয়াটা ভুল ছিল।' কুম্বলের আরও দাবি বুঝেশুনে জাডেজার খানিকটা ঝুঁকি নেওয়া উচিত ছিল। 'পিচে তো খুব একটা বেশি বল ঘুরছিল না। জাডেজার ওদের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলার দক্ষতা ছিল। ও তেমনটা করলে ম্যাচের রং কিন্তু বদলে যেতেই পারত।' মত তাঁর।
অপরদিকে মহম্মদ আজহারউদ্দিন প্রায় কুম্বলের সুরেই দাবি করেন জাডেজা ইতিবাচক ব্যাটিং করলে ম্যাচটা ভারতীয় দল জিততে পারত। তিনি বলেন, 'ভারতীয় দল খুবই ভাল খেলেছিল। তবে রবীন্দ্র জাডেজা যদি আরও একটু ইতিবাচক ক্রিকেট খেলত, তাহলে ভারতীয় দল ম্যাচটা জিততে পারত। আমরা অনেক খাটা খাটনি করেছিলাম, তবে ম্যাচের ফলাফলটা একেবারেই ভাল হয়নি।'



















