IND vs ENG Day 5 Lunch: ব্যর্থ রাহুল, প্রথম সেশনেই চার উইকেট হারিয়ে কোণঠাসা ভারত, অলৌকিক কিছু সম্ভব?
India vs England: রান পাননি ঋষভ পন্থও। আঙুলের গুরুতর চোট নিয়েও যিনি ব্যাট করতে নেমেছিলেন। জোফ্রা আর্চারের বলে বোল্ড হন পন্থ (৯)। ওয়াশিংটন সুন্দর ফেরেন শূন্য করে।

লর্ডস: সোমবার, লর্ডস টেস্টের পঞ্চম দিন হিসেবটা ছিল খুব পরিষ্কার। ভারতের প্রয়োজন ছিল আরও ১৩৫ রান। ইংল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট। ম্যাচ পঞ্চাশ-পঞ্চাশ, বলছিলেন বিশেষজ্ঞরা। আর ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন কারণ, ক্রিজে অপরাজিত ছিলেন কে এল রাহুল। সেই রাহুল, যিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন। সোমবার ফের একটা লড়াকু ইনিংস ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের মুখে হাসি ফোটাতে পারত।
কিন্তু পারলেন না রাহুল। রবিবার ৩৩ রানে অপরাজিত ছিলেন। সেই স্কোরের সঙ্গে আর মাত্র ৬ রান যোগ করে আউট হয়ে গেলেন তিনি। বেন স্টোকসের বলে এলবিডব্লিউ হলেন ৩৯ রান করে। তিনি রান না পেতেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে রবিবার দিনের শেষ ওভারের প্রথম বলে যেভাবে সিঙ্গল নিয়ে নৈশপ্রহরী আকাশ দীপকে স্ট্রাইকে পাঠিয়েছিলেন রাহুল, তা নিয়ে নিন্দিত হচ্ছেন তিনি। বলাবলি হচ্ছে, আরও দায়িত্ব নিয়ে কেন নিজেই স্ট্রাইকে থাকলেন না রাহুল!
রাহুল একা নন, সোমবার, লর্ডস টেস্টের শেষ দিন প্রথম সেশনে ব্যর্থ ভারতের লোয়ার মিডল অর্ডারের কার্যত সকলেই। প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়ে বসল ভারত। প্রথম সেশনে উঠল মাত্র ৫৪ রান। ম্যাচ জিততে এখনও ৮১ রান চাই টিম ইন্ডিয়ার। হাতে মাত্র ২ উইকেট। ক্রিজে রবীন্দ্র জাডেজা একমাত্র স্বীকৃত ব্যাটার। যিনি ৫৩ বলে ১৭ রান করে অপরাজিত। বাকি দুই ব্যাটার মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা - যাঁদের ব্যাটের হাত ভরসাযোগ্য নয় বলেই মনে করা হয়। শেষ দুই উইকেটে ৮১ রান তুলে ভারত টেস্ট ম্যাচ জিতছে, ভারতের অতি বড় ক্রিকেটপ্রেমীও সেটা বিশ্বাস করছেন না। তবু কেউ কেউ বলছেন, খেলাটার নাম ক্রিকেট। মহান অনিশ্চয়তার খেলা। কে বলতে পারে শেষ মুহূর্তে অলৌকিক কিছু ঘটে গেল না!
লাঞ্চ বিরতির আগে শেষ বলে নীতীশ কুমার রেড্ডি ফিরতে বিরাট ধাক্কা খেয়েছে ভারত। অষ্টম উইকেটে তিনি ও জাডেজা ৩০ রান যোগ করেছিলেন। ক্রিজে থিতু দেখাচ্ছিল দুজনকেই। মনে করা হয়েছিল, দুজনের পার্টনারশিপে আরও কিছু রান উঠলে পাল্টা চাপে পড়ে যাবে ইংল্যান্ড। যদিও লাঞ্চের আগে নীতীশকে ফিরিয়ে বিরাট ধাক্কা দিলেন ক্রিস ওকস।
রান পাননি ঋষভ পন্থও। আঙুলের গুরুতর চোট নিয়েও যিনি ব্যাট করতে নেমেছিলেন। জোফ্রা আর্চারের বলে বোল্ড হন পন্থ (৯)। ওয়াশিংটন সুন্দর ফেরেন শূন্য করে।



















