Rishabh Pant: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! চিড় ধরেছে পায়ে, ছয় সপ্তাহের জন্য হয়ত মাঠের বাইরে পন্থ
IND vs ENG: বুধবার পায়ে চোট পাওয়ার পরই বিসিসিআইয়ের মেডিক্যাল টিম দৌড়ে যায় মাঠে। পন্থকে দেখা যায় আকাশ দীপকে ধরে যন্ত্রণায় ছটফট করছেন। পা ফেলতেই পারছিলেন না পন্থ।

ম্য়াঞ্চেস্টার: ক্রিস ওকসের বলে রিভার্স স্যুইপ করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন। কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন ঋষভ পন্থ (Rishbh Pant)। ম্য়াঞ্চেস্টার টেস্টের প্রথম দিনেই ৪৮ বলে ৩৭ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্য়াটারকে। এবার যা শোনা যাচ্ছে আগামী ৬ সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হতে পারে পন্থকে। তাই এটা তো নিশ্চিত যে চলতি সিরিজ থেকে ছিটকে গেলেন পন্থ।
বুধবার পায়ে চোট পাওয়ার পরই বিসিসিআইয়ের মেডিক্যাল টিম দৌড়ে যায় মাঠে। পন্থকে দেখা যায় আকাশ দীপকে ধরে যন্ত্রণায় ছটফট করছেন। পা ফেলতেই পারছিলেন না পন্থ। সূত্র মারফৎ জানা গিয়েছে পন্থের পায়ে চিড় ধরেছে। ফলে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে।
View this post on Instagram
ওকসের বিরুদ্ধে বড় শট মারার চেষ্টায় ছিলেন সেট পন্থ। তবে ব্যাটে বলে তিনি সঠিক সংযোগ ঘটাতে পারেননি। ইংল্যান্ড এলবিডব্লুর আপিল করে। রিভিউ নেওয়া হলেও তিনি নট আউটই নির্ধারিত হন। রিপ্লেতে দেখা যায় তাঁর ব্যাটের কাণায় বল লেগে বুটে সোজাসুজি পড়েছে। তাই নট আউটই নির্ধারিত হন তিনি। তবে আউট না হলেও পন্থকে ক্রিজ সেই ছাড়তেই হল। এই টেস্টে হয়ত আর মাঠেই নামতে পারবেন না তিনি।
চলতি টেস্ট সিরিজে চোটের তালিকা ভারতীয় ক্রিকে দলের জন্য যেন শুধুই লম্বা হচ্ছে। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টের নামার জন্য অনুশীলনের সময় জিমে নীতীশ কুমার রেড্ডি চোট পান। স্ক্যান করে দেখা যায় তাঁর লিগামেন্টে চোট লেগেছে। সেই চোটের জেরেই বাকি দুই টেস্টে আর নীতীশ নামতে পারবেন না। কিছুদিন আগে নেটে বোলিং করার সময় অর্শদীপ সিংহ চোট পান হাতে। শট মারা বল আটকাতে গিয়ে চোট পান তিনি। প্রথম তিন টেস্টে নজর কাড়া, বিশেষ করে এজবাস্টন টেস্টে ভারতের সেরা বোলার আকাশ দীপ কুঁচকির চোটের জন্য ছিটকে গিয়েছেন চতুর্থ টেস্ট থেকে। এবার পন্থও সেই তালিকায় নাম লেখালেন। সূত্রের খবর, পঞ্চম টেস্টের জন্য ঈশান কিষাণ দলের সঙ্গে যোগ দিতে পারেন। ব্যাক আপ উইকেট কিপার হিসেবে তাঁকে দলের সঙ্গে যুক্ত করা হতে পারে। তবে পন্থ না খেললে ধ্রুব জুড়েলের খেলার সম্ভাবনাই বেশি।




















