Mohammed Shami: আবার চোট পেলেন? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডেও হয়ত নেই শামি
IND vs ENG: ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন শামি। চোট পেয়েছিলেন তিনি। সেই চোট সারিয়ে আইপিএলে সানরাইজার্সের জার্সিতে এবার খেলতে নেমেছিলেন।

মুম্বই: আসন্ন ইংল্যান্ড সফরে (India vs England Test Series) ভারতীয় দলের জার্সিতে হয়ত দেখা যাবে না মহম্মদ শামিকে (Mohammed Shami)। সাদা পোশাকের ক্রিকেটে বুমরার সঙ্গে শামির জুটি যে কোনও দলের কাছে আতঙ্কের কারণ হয়েছে গত কয়েক মরশুমে বারবার। কিন্তু আগামী ২০ জুন থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের যে দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই আগামী শনিবার। তাতে হয়ত দেখা যাবে না তারকা ডানহাতি পেসার।
২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন শামি। চোট পেয়েছিলেন তিনি। সেই চোট সারিয়ে আইপিএলে সানরাইজার্সের জার্সিতে এবার খেলতে নেমেছিলেন। কিন্তু টানা মাঠে থাকতে পারছিলেন না। চোট যে পুরো সারেনি তা বোঝা যাচ্ছিল তাঁর ছোট ছোট রান আপ ও একটি করে ওভার করার পরই মাঠ ছাড়া থেকে। বারবার ফিজিওকে ডাকতে হচ্ছিল। এছাড়াও বল হাতে একেবারেই ছন্দে মনে হয়নি ভারতীয় পেসারকে। নির্বাচকরাও এমন পরিস্থিতিতে শামিকে নিয়ে ইংল্যান্ড সফরে নিয়ে যাওয়ার কথা ভাবছেন না।
ইএসপিএল ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী শামির ফিটনেসের তত্ত্বাবধানে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের এক সদস্যও নাকি লখনউয়ে উড়ে গিয়েছেন। সেখানে আরসিবির সঙ্গে ম্য়াচ খেলছে শুক্রবার হায়দরাবাদ। তবে টেস্ট ক্রিকেটে লম্বা স্পেলের প্রয়োজন। এই পরিস্থিতিতে শামি কতটা ভরসা জোগাতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছেন নির্বাচকরা ও বিসিসিআই।
২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিের ফাইনালে শেষবার লাল বলের ফর্ম্য়াটে দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন শামি। ২০২৪ সালে সফল অস্ত্রোপচার হলেও হাঁটুর ব্যথায় ভুগছিলেন শামি। তাই মাঠে নামতে পারেননি তিনি।
অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ও হেড কোচ গৌতম গম্ভীর ভারতের টেস্ট দল এবং নতুন অধিনায়কের নাম ঘোষণা করবেন ২৪ মে, শনিবার। সেদিনই জানা যাবে, কে হতে চলেছেন রোহিত শর্মার উত্তরসূরি।
এখনও পর্যন্ত যা খবর, তাতে দৌড়ে এগিয়ে শুভমন গিল। প্রথমে মনে করা হচ্ছিল যে, যশপ্রীত বুমরা হতে পারেন টেস্ট দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া সফরে পারথে টেস্ট জিতেছিল ভারত। তবে চোটপ্রবণ বুমরা টানা টেস্ট খেলার ধকল নিতে পারবেন কি না, তা নিয়েই রয়েছে সংশয়। যে কারণে তিনি নিজেই টেস্ট দলের নেতৃত্বের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।




















