IND vs ENG: ব্রুক-রুটের একশো রানের পার্টনারশিপ, পঞ্চম টেস্টে চতুর্থ দিনেই চাপ বাড়ছে ভারতের
IND vs ENG Test: গতকাল চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে জ্যাক ক্রলির উইকেট হারিয়েছিল ইংল্য়ান্ড। এদিন বেন ডাকেট ও ওলি পোপের উইকেট হারিয়েছে তারা।

ওভাল: পঞ্চম টেস্টের চতুর্থ দিনেই কি ফয়সালা হয়ে যাবে খেলার। সম্ভাবনা অন্তত তেমনই। ৩৭৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চতুর্থ দিনে প্রথম সেশনে ১১৪ রান বোর্ডে তুলে নিয়েছে ইংল্য়ান্ড (England Cricket Team)। হারিয়েছে ৩ উইকেট। ক্রিজে আছেন হ্যারি ব্রুক ও জো রুট। গতকাল চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে জ্যাক ক্রলির উইকেট হারিয়েছিল ইংল্য়ান্ড। এদিন বেন ডাকেট ও ওলি পোপের উইকেট হারিয়েছে তারা। এখনও ২১০ রানে পিছিয়ে ইংল্যান্ড। ভারতের সিরিজে সমতা ফেরাতে চাই আরও ৭ উইকেট।
গতকাল দিনের খেলা যখন শেষ হয়েছিল তখন ৫০ রান বোর্ডে তুলে ১ উইকেট খুইয়েছিল ইংল্যান্ড। জ্যাক ক্রলিকে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। শেষ ওভারে মহম্মদ সিরাজ ক্রলিকে লেগবিফোর করে দিয়েছিলেন। এদিন খেলার শুরু থেকেই বেন ডাকেট কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতেই চালিয়ে খেলছিলেন। একশো রানের গণ্ডি এক উইকেট হারিয়েই পৌঁছে যায় ইংল্য়ান্ড শিবির। কিন্তু এরপরই পরপর দুটো উইকেট হারায় ইংরেজ শিবির। প্রথমে প্রসিদ্ধ কৃষ্ণর বলে বেন ডাকেট ফিরে যান। এরপর মহম্মজ সিরাজেক বলে ফিরে যান ওলি পোপ। কাল ঠিক যেভাবে ক্রলিকে ফিরিয়েছিলেন। সেভাবেই এদিন ফিরিয়ে দেন ওলি পোপকে।
View this post on Instagram
কিন্তু এরপর লাঞ্চের আগে পর্যন্ত আর কোনও উইকেট ফেলতে পারেননি ভারতের পেসাররা। আকাশ দীপ, সিরাজ, প্রসিদ্ধদের বিরুদ্ধে গিয়ার বদলে চালিয়ে খেলা শুরু করেন ব্রুক। দ্রুত গতিতে রান তুলতে থাকেন তিনি। এমনকী প্রসিদ্ধ কৃষ্ণর বলে একবার তো সিরাজের হাতে ক্যাচ দিয়ে জীবনদানও পেয়ে যান ব্রুক। পুল শটে গ্যালারিতে বল ফেলতে চেয়েছিলেন। কিন্তু বাউন্ডারি লাইনে ক্যাচ লুফে তা মিস করে ফেলেন সিরাজ। বাউন্ডারিতে পা ছুঁয়ে যায় তারকা পেসারের।
ওভাল ক্রিকেট মাঠে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জিতেছে কোনও দল। যা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাড়া করে জিতেছিল। কিন্তু সেই ম্যাচের পর ১০০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। সেই ম্যাচটি ১৯০২ সালে খেলা হয়েছিল। এরপর থেকে এখানে এর চেয়ে বড় কোনও লক্ষ্য তাড়া করে জেতেনি কোনও দল।




















