IND vs ENG: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান, আইপিএলে সাফল্য, তবুও টেস্টে কেন ব্রাত্য শ্রেয়স?
Shreyas Iyer: নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিবসুন্দর দাস (নির্বাচক মণ্ডলীর সদস্য) এদিন সাংবাদিক বৈঠক করে ইংল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণা করেছিলেন।

মুম্বই: ইংল্য়ান্ড সফরে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। শুভমন গিলের নেতৃত্বে রুটদের দেশে টেস্ট সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। রোহিত, বিরাটের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন অনেক তরুণ মুখ। সেই তালিকায় আছেন সাই সুদর্শন, অর্শদীপ সিংহ। সুযোগ পেয়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা অভিমন্যু ঈশ্বরণও। আবার আট বছর পর টেস্ট ফর্ম্য়াটে ফিরেছেন করুণ নায়ারও। কিন্তু সুযোগ পাননি শ্রেয়স আইয়ার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্স। আইপিএলে রান করছেন। অধিনায়ক হিসেবে সাফল্য পাচ্ছেন। তবুও কেন দেশের জার্সিতে টেস্ট ফর্ম্য়াটে ব্রাত্য বারবার শ্রেয়স?
নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিবসুন্দর দাস (নির্বাচক মণ্ডলীর সদস্য) এদিন সাংবাদিক বৈঠক করে ইংল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণা করেছিলেন। সেখানেই শ্রেয়সের অনুপস্থিতি নিয়ে তাঁকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। আগরকর স্পষ্ট বলে দিলেন, ''অবশ্যই শ্রেয়স দুর্দান্ত প্লেয়ার। ঘরোয়া ক্রিকেটে ও দারুণ পারফরম্য়ান্স করেছে সাম্প্রতিক সময়ে। কিন্তু এই মুহূর্তে টেস্ট ফর্ম্য়াটে ওর জন্য কোনও জায়গা নেই।'' অর্থাৎ এই একটি বাক্যেই আগরকর কমিটি পরিষ্কার করে দিচ্ছেন যে রান করলেও এই মুহূর্তে টেস্ট ফর্ম্য়াটে তিন বা চার নম্বর স্লটে শ্রেয়সকে খেলানোর মত পরিস্থিতি নেই। কারণ অনেকেই তাঁর আগে এই দৌড়ে রয়েছেন।
এরপরে রোহিত এবং বিশেষত কোহলির অবসর প্রসঙ্গে আগরকর আরও যোগ করেন, 'ওদের দুইজনের সঙ্গেই কথা হয়েছে। বিরাট এপ্রিলের শুরুর দিকে যোগাযোগ করে। ও মাঠে খেলুক না খেলুক, ওকে সবসময় প্রতিটি বলে দুইশো শতাংশ দিতে দেখেছি। মনে হয়েছিল ও নিজের সবটা উজাড় করে দিয়েছে, আর নিজের সেই স্তর যদি ও বজায় রাখতে না পারে, তাহলে তো ওর সরে দাঁড়ানোর সময় চলে এসেছে। এটা ও নিজেই জানিয়েছে। সেটাকে তো সম্মান করা উচিত। এটুুকু সম্মান ওদের প্রাপ্তি। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু হচ্ছে। আমাদের ওদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এগিয়ে যাওয়া উচিত। দায়িত্বটা বড়। তবে আমরা আত্মবিশ্বাসী যে গিলই এই দায়িত্ব নেওয়ার যোগ্য দাবিদার। আমরা সকলেই আশাবাদী।'
করুণ নায়ারকে নিয়ে আগরকর বলেন, ''সরফরাজ এই ইংল্য়ান্ডের বিরুদ্ধেই সেঞ্চুরি হাঁকিয়েছিল। কিন্তু এরপর সেভাবে আর রান আসেনি ওর ব্যাটে। দলগতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করুণ টেস্টে খেলেছে এর আগে। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে সাম্প্রতিক সময়ে। এছাড়া আমাদের মাথায় রাখতে হবে যে বিরাট কোহলির চার নম্বর স্লটটি এখন ফাঁকা। গুরুত্বপূর্ণ ওই পজিশনের জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটারই প্রয়োজন। যে কাজটা করার ক্ষমতা রাখে করুণ।''




















