IND vs ENG: ফিল্ডিংয়ে চূড়ান্ত ব্যর্থ, দ্বিতীয় টেস্টের আগেই জয়সওয়ালকে শাস্তি দিচ্ছে ভারতীয় শিবির
Yashasvi Jaiswal: হেডিংলে টেস্টে প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন জয়সওয়াল। কিন্তু ফিল্ডিংয়ে এত ক্যাচ গুরুত্বপূর্ণ সময়ে মিস করেছেন যে তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর।

এজবাস্টন: প্রথম টেস্টে ভারতের হারের জন্য ফিল্ডিং অনেকটা দায়ী। আর ফিল্ডিংয়ে সবচেয়ে ব্য়র্থ ক্রিকেটারের নামটি হল যশস্বী জয়সওয়াল। লিডসে প্রথম টেস্টে মোট ৪টি ক্যাচ ফেলেছেন জয়সওয়াল। যার খেসারত দিতে হয়েছে অনেকটা। এবার দ্বিতীয় টেস্টের আগে জয়সওয়ালকে শাস্তি দিতে চলেছে ভারতীয় ক্রিকেটের টিম ম্য়ানেজমেন্ট।
হেডিংলে টেস্টে প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন জয়সওয়াল। কিন্তু ফিল্ডিংয়ে এত ক্যাচ গুরুত্বপূর্ণ সময়ে মিস করেছেন যে তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর। বার্মিংহ্যামে মাঠে নামার আগে গৌতম গম্ভীর ও টিম ম্য়ানেজমেন্ট জয়সওয়ালের ফিল্ডিংয়ের পজিশন বদলে ফেলার কথা ভাবছেন। সাধারণত স্লিপ কর্ডনেই ফিল্ডিং করে থাকেন তরুণ বাঁহাতি ওপেনার। কিন্তু বার্মিংহ্যামে তাঁকে হয়ত দেখা যাবে না স্লিপ কর্ডনে।
সোমবার ট্রেনিং সেরেছিল ভারতীয় দল। সেখানে সাই সুদর্শন, করুণ নায়ার, শুভমন গিলের সঙ্গে নীতীশ কুমার রেড্ডিকে দেখা গিয়েছে স্লিপ কর্ডনে অনুশীলন সারতে। সেখানে করুণ নায়ার প্রথম স্লিপে ছিলেন। বাকিরা পরের তিনটি স্থানে দাঁড়িয়েছিলেন। জয়সওয়ালকে নিয়ে আলাদা গম্ভীর ও দুশখাতে ফিল্ডিং অনুশীলন করিয়েছিলেন। তাঁকে হয়ত শর্ট লেগ অথবা সিলি পয়েন্টে দেখা যেতে পারে।
অজি কিংবদন্তি ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল বলছেন, ''ভারতীয় দল স্লিপে প্রচুর ক্যাচ মিস করেছে। বিশেষ করে জয়সওয়াল ও জাডেজা অনেকগুলো ক্যাচ মিস করেছেন। তবে তারা দুজনেই দুর্দান্ত ফিল্ডার। আমার মনে হয় না কোনও টেকনিক্যাল ইস্যু রয়েছে। এটা শুধুমাত্র হয়ে গিয়েছে। যে কারও সঙ্গেই হতে পারত। জয়সওয়াল হাতেও চোট পেয়েছে। ওর মনোবলও ভেঙে গিয়েছে। ও একটা লো ক্যাচ মিস করেছে। আর একটা বাউন্ডারি লাইনে দৌড়ে। দুটোই কিন্তু বেশ শক্ত ক্যাচ।''
ফিল্ডিং করেছেন। অনুশীলনে পুরোদস্তুর দেখা গিয়েছে। সেক্ষেত্রে কি দ্বিতীয় টেস্টে নীতীশ রেড্ডিকে খেলানো হতে পারে? সহকারী কোচ রায়ান টেন দুশখাতে সাংবাদিক সম্মেলনে বলেন, 'অস্ট্রেলিয়া ও (নীতীশ) দুরন্ত খেলেছিল। (একাদশে) সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমাদের আসলে গত ম্যাচে মনে হয়েছিল দলের ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের একজন বোলিং অলরাউন্ডারের দরকার, সেই কারণে শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হয়েছিল। ওর বোলিংটা একটু এগিয়ে। তবে আমরা দেখছি এই ধাঁধার সমাধান করে একজন ব্যাটিং অলরাউন্ডারকে খেলানো যায় কি না। নিঃসন্দেহে নীতীশ আমাদের সেরা ব্যাটিং অলরাউন্ডার। এই টেস্ট ম্যাচে ওর খেলার সম্ভাবনা প্রবল।




















