IND vs ENG: রুট-প্রসিদ্ধর ঝামেলায় এগিয়ে এসেছিলেন, আম্পায়ারের সঙ্গেই তর্কে জড়ালেন রাহুল
IND vs ENG Test: সেই সময় কিছু একটা বলেছিলেন ভারতীয় পেসার। মুখে জবাব না দিলেও পরে প্রসিদ্ধর বলেই পয়েন্টের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকান রুট। এরপরই ইংরেজ ব্যাটার প্রসিদ্ধর সামনে গিয়ে কিছু বলেন।

ওভাল: জমে উঠেছে ওভাল টেস্ট। ম্য়াচের মাত্র দুটো দিন শেষ হয়েছে। কিন্তু এরমধ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েছে ভারতীয় দল। প্রথম ইনিংসে শুভমনদের ২২৪ রানের বিনিময়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২৪৭ রানে অল আউট হয়ে যায়। কিন্তু ইংল্য়ান্ডের ব্যাটিংয়ের সময় দু দলের ক্রিকেটারদের মধ্যেই বেশ উত্তপ্ত বাক্যবিনিময় দেখা গিয়েছিল দ্বিতীয় দিনে। বিশেষ করে জো রুটের সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণর বাক্যবিনিময় তো এতটাই সিরিয়াস পরিস্থিতিতে পৌঁছে যায় যে অনফিল্ড আম্পায়ারদেরও তাতে হস্তক্ষেপ করতে হয়। আর সেখানে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কে এল রাহুলও। দ্বিতীয় দিন ইংল্যান্ডের ইনিংসের ২২তম ওভারে। প্রসিদ্ধর একটা বল রুটের ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়। সেই সময় কিছু একটা বলেছিলেন ভারতীয় পেসার। মুখে জবাব না দিলেও পরে প্রসিদ্ধর বলেই পয়েন্টের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকান রুট। এরপরই ইংরেজ ব্যাটার প্রসিদ্ধর সামনে গিয়ে কিছু বলেন। প্রসিদ্ধও মুখ খোলেন। ঝামেলা শুরু হয় সেখানেই। দুজনেই উত্তপ্ত্য বাক্যবিনিময় করতে থাকেন।
এরই মাঝে কে এল রাহুলও এগিয়ে আসেন। তিনি আম্পায়ারের সঙ্গে কথা বলতে থাকেন। অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা সেই সময় রাহুলকে বলেন যে, 'এভাবে তুমি কখনওই কথা বলতে পার না।' রাহুল আম্পায়ারকে প্রশ্ন করেন যে ভারতীয় দল কি শুধু চুপ করে খেলে যাবে? কিন্তু শ্রীলঙ্কার আম্পায়ার তখন বলেন যে একজন বোলার কখনওই একজন ব্যাটারের এক কাছে গিয়ে তাঁকে কিছু বলতে পারবেন না। এরপরই রাহুল ফের আম্পায়ারকে প্রশ্ন করেন যে ভারত কি শুধুমাত্র ব্যাটিং করবে, বোলিং করবে, আর বাড়ি চলে যাবে? তখন কুমার ধর্মসেনাকে বলতে শোনা যায় যে, ''এই নিয়ে আমরা ম্য়াচের পর আলোচনা করি?''
এদিকে, ওভাল টেস্টে বিতর্কে জড়ালেন ওভালে বিতর্কে জড়ালেন অলি পোপ। বেন স্টোকস চোটের জন্য খেলতে পারছেন না বলে যিনি এই টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন। আম্পায়ার নিয়ম মেনে প্রস্তাব দেওয়া সত্ত্বেও খারিজ করলেন অলি পোপ। যে কারণে শুক্রবার ওভাল টেস্ট ম্যাচ নির্ধারিত সময়ের আগেই বন্ধ করতে হল। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ভারতীয় ব্যাটার কে এল রাহুল। দিনের শেষ লগ্নেও রইল বিতর্ক। আম্পায়ার কুমার ধর্মসেনার প্রস্তাবে রাজি হলেন না অলি পোপ। ফলে সময়ের আগেই বন্ধ করতে হয়েছে খেলা। এই ঘটনা ঘিরেও বিতর্ক হয়েছে।




















