IND vs NZ: বিরাট, রোহিত, বুমরা কেউ নয়, আসন্ন টেস্ট সিরিজে রাচিনদের চিন্তার কারণ এই ২ ভারতীয়
Rachin Ravindra: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন গত বছর। এছাড়া চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেছেন। এখানকার আবহাওয়া, পরিবেশ সম্পর্কে খানিকটা ওয়াকিবহাল রবীন্দ্র।
মুম্বই: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। বর্তমানে ক্রিকেট বিশ্বে যে কোনও দলের কাছেই ভারত একটা ত্রাস। রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ায় প্রত্যেকেই চ্যাম্পিয়ন ক্রিকেটার। কিউয়ি শিবির ভাল মতই জানে যে ভারতকে তাদেরই ঘরের মাঠে বেগ দেওয়া যে বেশ কঠিন। দলের তিন তারকা প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা প্রতিপক্ষ শিবিরের ভয় ধরিয়ে দেওয়ার কারণ হতে পারেন। কিন্তু কিউয়ি দলের তারকা ক্রিকেটার রাচিন রবীন্দ্র অবশ্য এই তিনজনকে নিয়ে একেবারেই ভাবছেন না।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছেন ভারতের ২ তারকা অভিজ্ঞ ক্রিকেটার অশ্বিন ও জাডেজা কিউয়ি শিবিরের কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন। তিনি বলছেন, ''ভারতীয় শিবিরে এমন বোলার রয়েছেন, যাঁরা ধারাবাহিকভাবে নিঁখুত লাইন লেংথে একেই জায়গায় বল করে যান। ভারতীয় শিবিরে ২ জন বিশ্বমানের স্পিনার রয়েছেন। অশ্বিন ও জাডেজা। যাঁরা ব্যাটিংটাও দারুণ করতে পারেন। ওঁদের বিরুদ্ধে খেলা কিন্তু বেশ কঠিন হতে পারে আসন্ন সিরিজে।''
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা রবীন্দ্র আরও বলেন, ''আমরা সবাই জানি নিজেদের ঘরের মাঠে ভারত আরও কতটা শক্তিশালী প্রতিপক্ষ। ওঁদের যে মানের ব্যাটার ও বোলার রয়েছে দলে, তার থেকেই বোঝা যায় এই দলকে হারানো কতটা কঠিন।''
ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন গত বছর। এছাড়া চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেছেন। এখানকার আবহাওয়া, পরিবেশ সম্পর্কে খানিকটা ওয়াকিবহাল রবীন্দ্র। তিনি বলছেন, ''আমি এখানে এর আগেও খেলেছি। কিন্তু এই ফর্ম্য়াটটা একেবারে আলাদা। বিশ্বের যে কোনও প্রান্তে পারফর্ম করাটা আত্মবিশ্বাস জোগায় আরও। আমি মনে করি টেস্ট ক্রিকেটে ভাল খেলা আলাদা একটা চ্যালেঞ্জ। আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি।''
সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড টেস্ট সফর একেবারেই ভাল যাচ্ছে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। এছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। যদিও লঙ্কা সফরের ভুল থেকে শিক্ষা নিয়ে দল ঘুরে দাঁড়াবে আশাবাদী রবীন্দ্র।
এদিকে, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় একাদশে ঢুকে পড়তে পারেন সরফরাজ খান ও অক্ষর পটেল। বাংলাদেশ সিরিজে ২ জনেই দলে ছিলেন। কিন্তু একাদশে সুযোগ মেলেনি তাঁদের। ইরানি ট্রফিতে দ্বিশতরান হাঁকানোর পর সরফরাজকে প্রথম টেস্টে খেলানোর ভাবনা চিন্তা করছে টিম ম্য়ানেজমেন্ট। অন্য়দিকে কিউয়িরা স্পিনের বিরুদ্ধে দুর্বল তাই অক্ষরকেও দেখা যেতে পারে।