IND vs PAK: ফের সেই বিতর্কিত সেলিব্রেশন পাকিস্তান স্পিনারের, ফের হজম করতে হল হারের যন্ত্রণা
Abrar Ahmed: রবিবার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের সঞ্জু স্যামসনকে ফিরিয়ে ফের সেই সেলিব্রেশন। ফের ঘাড় নেড়ে চোখের ইশারায় মাঠ ছেড়ে চলে যেতে বলা।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির সময় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। শুভমন গিলকে (Shubman Gill) ফিরিয়ে চোখের ইশারায় ঘাড় নেড়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন পাকিস্তানের স্পিনার আব্রার আমেদ। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ম্যাচের পর আব্রার আমেদকে প্রবল ধিক্কারের মুখে পড়তে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি হয়েছিল। এমনকী, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরাও আব্রারের কড়া সমালোচনা করেছিলেন। বলেছিলেন, হারা ম্যাচে আব্রার আমেদের সেলিব্রেশন অর্থহীন, হাস্যস্পদ হয়ে পড়েছে।
ফের সেই স্মৃতি ফেরালেন আব্রার আমেদ (Abrar Ahmed)। রবিবার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের সঞ্জু স্যামসনকে ফিরিয়ে ফের সেই সেলিব্রেশন। ফের ঘাড় নেড়ে চোখের ইশারায় মাঠ ছেড়ে চলে যেতে বলা। এবং ম্যাচের ফলে ফের মুখ পুড়ল পাক স্পিনারের। চেহারায় বেশ কিছুটা বদল হয়েছে আব্রার আমেদের। এখন চোখে চশমা। গাল ভর্তি দাড়ি। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল না। তবে লুক বদলেও সেলিব্রেশনের ভঙ্গি বদলায়নি।
এশিয়া কাপের ফাইনালে এমনিতেই উত্তপ্ত ছিল দুই দেশের আবহ। কারণ, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ভারতের জবাবি অপারেশন সিঁদুরের পর এই প্রথম ক্রিকেট মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। টুর্নামেন্টে প্রথম দুই সাক্ষাতে পাকিস্তানকে একপেশেভাবে হারিয়েছে ভারত। তবে রবিবার হাড্ডাহাড্ডি লড়াই হল। কেউ কেউ বলছেন, ফাইনালের মতো ফাইনাল।
সেই ম্যাচে সঞ্জু স্যামসনকে ফিরিয়ে ফের আব্রার আমেদের সেই সেলিব্রেশন। ফের সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের শিকার হতে হল পাক স্পিনারকে।
রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের জয় দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের জ্বালা বাড়িয়ে তিনি অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট দলকে। খোঁচা দিলেন অপারেশন সিঁদুর নিয়েও।
এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পরই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সেই সাফল্য উৎসর্গ করেছিলেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে। সেই সঙ্গে ভারতের সশস্ত্র সেনাবাহিনিকেও। সূর্যকুমার অপারেশন সিঁদুরের প্রসঙ্গও তুলেছিলেন। যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে নালিশ করে।
এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর সেই অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলেই পাকিস্তানের যন্ত্রণা বাড়ালেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লেখেন, 'খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফল যদিও সেই এক। ভারতের জয়। আমাদের ক্রিকেটারদের অনেক অভিনন্দন।' ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে পাকিস্তানকে খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।




















