Arshdeep Singh: ১৩ বলের ওভার! লজ্জার রেকর্ড গড়লেন অর্শদীপ, মেজাজ হারালেন কোচ গম্ভীরও
India vs South Africa: দক্ষিণ আফ্রিকা ইনিংসের একাদশ ওভারের ঘটনা। বল করতে আসেন অর্শদীপ।

মুল্লাপুর: তিনি পঞ্জাব কা পুত্তর। মুল্লাপুর এমনিতেই তাঁর ঘরের মাঠ। তার ওপর তিনি যে দলের হয়ে আইপিএলে খেলেন, সেই পঞ্জাব কিংসের ঘরের মাঠও এই মুল্লাপুর। এই মাঠেই আইপিএলে দারুণ সব স্পেল রয়েছে তাঁর।
অথচ ভাগ্যের পরিহাসে সেই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Ind vs SA) লজ্জার রেকর্ড যুক্ত হল অর্শদীপ সিংহের (Arshdeep Singh) নামের সঙ্গে। এক ওভারে সাত-সাতটি ওয়াইড বল করলেন ভারতের বাঁহাতি পেসার। ভারতের আর কোনও বোলার কোনওদিন যা করেননি, তাই করে ফেললেন অর্শদীপ। ১৩ বলে ওভার শেষ করলেন। ভাগ বসালেন আফগানিস্তানের পেসার নবীন উল হকের একটি লজ্জার রেকর্ডে।
২০২৪ সালে হারারেতে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১৩ বলে ওভার শেষ করেছিলেন আফগান পেসার। তিনি ভেঙে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালার রেকর্ড। ২০২১ সালে জোহানেসবার্গে পাকিস্তানের বিরুদ্ধে ১২ বলে ওভার শেষ করেছিলেন মাগালা। সেই রেকর্ড ভেঙে নতুন লজ্জার কীর্তি গড়ে বসেছিলেন নবীন। বৃহস্পতিবার সেই রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় পেসার অর্শদীপ। যা দেখে বিরক্ত, হতাশ কোচ গৌতম গম্ভীরও।
বৃহস্পতিবার মুল্লাপুরে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে হেলায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে এদিন ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে মুল্লাপুরে। যে ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
দক্ষিণ আফ্রিকা ইনিংসের একাদশ ওভারের ঘটনা। বল করতে আসেন অর্শদীপ। মাঝের ওভারে উইকেট তুলতে যাঁকে নিয়মিতভাবে ব্যবহার করে থাকেন অধিনায়কেরা। ওভারের প্রথম বলেই তাঁকে মাথার ওপর দিয়ে ছক্কা মারেন কুইন্টন ডি'কক। যিনি এদিন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোরারও। তারপরই যেন লাইন-লেংথ গুলিয়ে ফেলেন অর্শদীপ। পরপর দুটি ওয়াইড বল করেন। এরপর একটি ডট বল করলেও তারপর টানা চারটি ওয়াইড করেন অর্শদীপ। ওভারের ষষ্ঠ বলে ফের ওয়াইড করেন। সব মিলিয়ে সাতটি ওয়াইড ও ১৩ বলের ওভার। সেই ওভারে ১৮ রান দেন অর্শদীপ।
টিভি ক্যামেরা বারবার ধরছিল ডাগ আউটে বসে থাকা কোচ গৌতম গম্ভীরকে। দেখা যায়, মেজাজ হারিয়ে বেশ বিরক্তি প্রকাশ করছেন ভারতীয় কোচ। সব মিলিয়ে এই ওভার দ্রুত ভুলতে চাইবেন অর্শদীপ নিজেও।




















