IND vs SA: চোটের জন্য নেই শ্রেয়সও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি নেতৃত্বে রাহুল?
শ্রেয়স আইয়ারকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু শ্রেয়সও চোটের জন্য মাঠের বাইরে এই মুহূর্তে। অন্যদিকে টেস্টে গুয়াহাটিতে ভারতীয় দলকে নেতৃত্বে দিচ্ছেন ঋষভ পন্থ।

মুম্বই: ঘাড়ে ব্যথার জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শুভমন গিল। কলকাতার পর গুয়াহাটি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি ব্যাটার। এমনকী তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ থেকেও হয়ত ছিটকে যেতে পারেন তরুণ ব্যাটার। সেক্ষেত্রে কে নেতৃত্ব দেবে ভারতীয় দলকে। বিসিসিআই সূত্রে খবর, কে এল রাহুলকে দেখা যেতে পার ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে।
গত অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজের আগে গিলকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল রোহিতের পরিবর্তে। শ্রেয়স আইয়ারকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু শ্রেয়সও চোটের জন্য মাঠের বাইরে এই মুহূর্তে। অন্যদিকে টেস্টে গুয়াহাটিতে ভারতীয় দলকে নেতৃত্বে দিচ্ছেন ঋষভ পন্থ। কিন্তু ওয়ান ডে সিরিজেও কি পন্থই নেতৃত্ব দেবেন? সম্ভাবনা কিছুটা কম। রাহুল রয়েছেন স্কোয়াডে। অভিজ্ঞতাও অনেক বেশি পন্থের থেকে তাঁর। ওয়ান ডে ফর্ম্য়াটে পন্থের থেকে অনেক বেশি কার্যকরী রাহুল গত কয়েক বছরে। তাই তাঁকেই অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।
উল্লেখ্য, ঘাড়ের চোটের জন্য ইডেন টেস্টের মাঝপথ থেকে ছিটকে গিয়েছিলেন শুভমন। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও খেলছেন না শুভমন। তাঁর ঘাড়ের ব্যথা এখনও কমেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁকে খেলিয়ে বিপদ ডেকে আনতে চাইছেন না নির্বাচকেরা। টেস্টে টি-২০ ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করলেও ওয়ান ডে ফর্ম্যাটে কখনও নেতৃত্ব দেননি পন্থ। ২০২৪ সালের অগাস্টের পর তাঁকে ওয়ান ডে খেলতেও দেখা যায়নি ভারতের জার্সিতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কি সহজ গ্রুপে ভারত?
এমনিতেই টি-২০ ক্রিকেটে আন্তর্জাতিকর মঞ্চে ভারত বিশ্বের এক নম্বর দল । সেই হিসাবে ভারতের খুব একটা কঠিন গ্রুপে পড়ার কথাও ছিল না । শোনা যাচ্ছে, খুব একটা কঠিন গ্রুপে নাও পড়তে পাকিস্তানও । যদিও শ্রীলঙ্কা সেদিক থেকে খুব একটা ভাগ্যবান নাও হতে পারে । আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে এখন আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা । শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে পড়তে পারে তিনটি টেস্ট খেলিয়ে দেশ - অস্ট্রেলিয়া (আইসিসি টি-২০ ব়্যাঙ্কিং ২), জ়িম্বাবোয়ে (আইসিসি টি-২০ ব়্যাঙ্কিং ১১) ও আয়ার্ল্যান্ড (আইসিসি টি-২০ ব়্যাঙ্কিং ১২) । সেই সঙ্গে ওই গ্রুপেই যেতে পারে ওমান (আইসিসি টি-২০ ব়্যাঙ্কিং ২০) । অনেকেই এখন থেকে যে গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলছে।




















