India vs South Africa: স্পিনারদের হাতে চাবিকাঠি? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে কেমন হবে ভারতীয় দল?
IND vs SAfrica: দুই ম্যাচের টেস্ট সিরিজের পর, এবার ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলা হবে। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি রবিবার, ৩০শে নভেম্বর রাঁচিতে অনুষ্ঠিত হবে।

রাঁচি: দুই ম্যাচের টেস্ট সিরিজের পর, এবার ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলা হবে। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি রবিবার, ৩০শে নভেম্বর রাঁচিতে অনুষ্ঠিত হবে। টিম ইন্ডিয়া টেস্ট সিরিজে পাওয়া ক্লিন সুইপ ভুলে ওয়ান ডে-তে নিজেদের আধিপত্য বজায় রাখতে চাইবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার দল অঘটন ঘটানোর দিকে নজর রাখবে।
শুভমন গিল চোটের জন্য নেই। তাঁর পরিবর্তে ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্ব কে এল রাহুলের হাতে। অন্যদিকে, তেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। দীর্ঘদিন পর রাঁচির মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে। যদিও, টিম ইন্ডিয়া ঘরের মাঠের সুবিধা অবশ্যই পাবে। উভয় দলকে দেখলে ভারতীয় দলের পাল্লা ভারি বলেই মনে হবে।
রাঁচির জেএসসিএ স্টেডিয়ামের পিচ রিপোর্ট
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচটি রাঁচির জেএসসিএ (JSCA) আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হবে। এখানকার পিচ স্পিনারদের জন্য উপযোগী। যদিও, শুরুতে ফাস্টবোলাররাও সাহায্য পেয়ে থাকেন সাধারণত। এখানে বিরাট রানের ম্যাচের সম্ভাবনা খুবই কম। এই মাঠে টিম ইন্ডিয়া ছয়টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৩টিতে জয় পেয়েছে, যেখানে একটি ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছে। একটি ম্যাচের কোনও ফল হয়নি।
কারা ফেভারিট?
এই ম্যাচে টিম ইন্ডিয়ার পাল্লা ভারি। যদিও, দক্ষিণ আফ্রিকার দলে অনেক ম্যাচ উইনার খেলোয়াড় রয়েছে, কিন্তু তবুও ওয়ান ডে-তে টিম ইন্ডিয়াকে ভারতে হারানো যে কোনও দলের জন্য সহজ নয়। টেস্ট দলের অনেক প্লেয়ারই ওয়ান ডে দলে নেই। তাই নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীরা।
ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ
টনি দি জর্জি, কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (অধিনায়ক), এডেন মারক্রাম, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, মার্কো জানসেন, কেশব মহারাজ, প্রেনেলান সুব্রায়ান, লুনগি এনগিডি এবং নান্দ্রে বার্গার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, রুতুরাজ গায়কোয়াড়/যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, ঋষভ পন্থ, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং অর্শদীপ সিংহ।
📸 ODI Series Ready ✅#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/6a9PCGZjhb
— BCCI (@BCCI) November 29, 2025
















