IND vs SA: বুমরাই বদলে দিয়েছেন অর্শদীপকে, সেঞ্চুরিয়নে মাঠে নামার আগে কী বলছেন তরুণ পেসার?
Arshdeep Singh: টপ ও মিডল অর্ডারকে দ্রুত ফেরাতে পারলেও ডারবানে স্টাবস ও কোয়েৎজে জুটিকে ফেরাতে পারেননি ভারতীয় বোলারররা। যার খেসারত দিতে হয়েছে দল।
সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্য়াচে আজ সেঞ্চুরিয়নে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্য়াচে পাল্টা জয় ছিনিয়ে নিয়েছিল প্রোটিয়া শিবির। টপ ও মিডল অর্ডারকে দ্রুত ফেরাতে পারলেও ডারবানে স্টাবস ও কোয়েৎজে জুটিকে ফেরাতে পারেননি ভারতীয় বোলারররা। যার খেসারত দিতে হয়েছে দল। জেতা ম্য়াচ হারতে হয়েছে। ভারতীয় দলের তরুণ পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh) অবশ্য মনে করেন সেঞ্চুরিয়নেই দল ঘুরে দাঁড়াবে। অল্প সময়ের মধ্য়েই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বোলিং ডিপার্টমেন্টে নিজের জায়গা পাকা করেছেন অর্শদীপ। নতুন বলে জসপ্রীত বুমরার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের সামনে ত্রাস হয়ে উঠছেন। এমনকী প্রয়োজনে ডেথ ওভারেও চমক দেখাচ্ছেন। আর পুরো কৃতিত্বই তিনি দিতে চাইছেন বুমরাকে। তাঁর ছত্রছায়াতেই যে আরও ধারালো হয়ে উঠেছেন, সে কতা স্বীকার করে নিচ্ছেন পাঞ্জাবের এই তরুণ পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে একসঙ্গে খেললেও প্রোটিয়া সফরে বুমরাকে পাশে পাচ্ছেন না অর্শদীপ। বলতে গেলে তিনিই সিনিয়র পেসার দলের। এই পরিস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে। অর্শদীপ বলছেন, ''আমি আমার কেরিয়ারের শুরুতেই বুমরার মত একজন বোলারকে পাশে পেয়েছি। যে শুরুতেই বেশ কয়েকটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। আমার পক্ষেও উল্টোদিক থেকে কাজটা কিছুটা সহজই হয়ে যায়। তাই আমার সাফল্যের জন্য কৃতিত্ব অবশ্যই জাসি ভাইয়ের প্রাপ্য। তবে এটা গুরুত্বপূর্ণ যে আমি কত তাড়াতাড়ি উইকেট ও পরিবেশ-পরিস্থিতি বুঝতে পারছি তা। যত দ্রুত ব্যাটারদের আক্রমণ করতে পারব ও উইকেট তুলে নিতে পারব, ততই ভাল দলের জন্য। এখন তো ডেথ ওভারেও নিজেকে ধীরে ধীরে পরিণত করে তােলার চেষ্টা করছি।''
View this post on Instagram
এদিকে, আজ সেঞ্চুরিয়নে এই ম্যাচে জয় মানে সিরিজ়ে লিড নিয়ে নেওয়া তো বটেই, পাশাপাশি সিরিজ়ে হারের শঙ্কাও কাটিয়ে ফেলা যাবে। সূর্যকুমার যাদব পাকাপাকি টিম ইন্ডিয়ার বিশ ওভারের দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত এখনও কোনও সিরিজ় হারেনি। সেই রেকর্ড অক্ষত রাখার লক্ষ্যেই মাঠে নামবেন তাঁরা। সেঞ্চুরিয়ানের পিচ বরাবরই গতি ও বাউন্সের জন্য পরিচিত। এক্ষেত্রেও অন্য়থা হওয়ার সম্ভাবনা নেই।