(Source: Poll of Polls)
IND vs SL: ২২ গজে ফের বিরাট-রোহিত ঝড়ের অপেক্ষা, আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে কখন, কোথায় দেখবেন?
শেষবার ৫০ ওভারের ফর্ম্য়াটে গত বছর ওয়ান ড বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছিলেন রোহিত ও বিরাট। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।
কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে আজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে চারিথ আসালাঙ্কার দলকে হারানোর পর এবার ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে আজ নামবে টিম ইন্ডিয়া।
কাদের ম্যাচ?
আজ ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচ
কোথায় ম্যাচ?
ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওয়ান ডে ম্য়াচটি হবে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বোতে
কখন শুরু?
ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ২.৩০টায়, টস তার আধ ঘণ্টা আগে অর্থাৎ ২ টোয়
কোথায় দেখবেন ম্যাচ?
সোনি স্পোর্টস নেটওয়ার্কে খেলা হবে, সোনি ৩, সোনি ৪, সোনি ৫
অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?
সোনি লিভে দেখতে পারবেন ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডে ম্য়াচ
জাতীয় দলে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ২ আইকন রোহিত শর্মা ও বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি এই দুই অভিজ্ঞ ব্যাটারকে। আর সেই মেগা টুর্নামেন্টের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন বিরাট-রোহিত দুজনেই। তাই দীর্ঘ প্রায় এক মাস পরে ওয়ান ডে ফর্ম্য়াটের সিরিজে দেশের জার্সিতে ফিরছেন তাঁরা।
View this post on Instagram
শেষবার ৫০ ওভারের ফর্ম্য়াটে গত বছর ওয়ান ড বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছিলেন রোহিত ও বিরাট। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই সেই টুর্নামেন্টে ভারতের এই দুই স্টলওয়ার্টের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরও জানিয়েছিলেন যে বিরাট ও রোহিত দুজনেই ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ।
হর্ষিত রানাকে এবার ওয়ান ডে সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে। কেকেআরের এই তারকার সামনে সুযোগ নিজেকে প্রমাণ করার। গত আইপিএলে কেকেআরের জার্সিতে নজর কেড়েছিলেন। চ্যাম্পিয়ন দলের হয়ে সর্বাধিক উইকেট শিকারিও ছিলেন। স্টার্কের থেকেও বেশি উইকেট ছিল তাঁর ঝুলিতে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে আদৌ প্রথম ম্য়াচে অভিষেক হবে কি না তার সন্দেহ আছে। কারণ বড় বড় বোলাররা আছেন। টি-টোয়েন্টিতে খেলা অর্শদীপ ও সিরাজকেও অবশ্যই দেখা যাবে বোলিং আক্রমণে। ফিরছেন কুলদীপ যাদবও।