Suryakumar Yadav: ব্যাটার সূর্যকে কি টেক্কা দিতে পারবেন ক্যাপ্টেন সূর্য? কী বলছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার?
IND vs SL T20: এবার পুরোদস্তুর দায়িত্ব। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের নেতৃত্বেই ভারতীয় দল খেলবে, এটাই মোটামুটি আশা করা যায়।
নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। তার আগেই রোহিত শর্মা সরে দাঁড়ানোয় ভারতীয় ক্রিকেট দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের নাম ঘোষণা করেছে বিসিসিআই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়েছেন মুম্বইয়ের এই ব্যাটার। অধিনায়ক হিসেবেও গত বছর সাফল্য পেয়েছেন। তবে সেটা ছিল স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলানো। আর এবার পুরোদস্তুর দায়িত্ব। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের নেতৃত্বেই ভারতীয় দল খেলবে, এটাই মোটামুটি আশা করা যায়। তার প্রস্তুতির শুরুটা আগামী লঙ্কা সফর থেকেই শুরু হতে চলেছে। কিন্তু ব্যাটার সূর্য যতটা সফল ততটাই কি সফল হতে পারবেন ক্যাপ্টেন সূর্য?
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা এক সাক্ষাৎকারে বলেছেন, ''আমার মনে হয় এটা নতুন একটা দিক। বিশ্বকাপের পর নতুন কিছু শুরু হল। ভারতীয় ক্রিকেটের জন্য যা ভাল। তরুণ একটা দল জিম্বাবোয়েতে খেলেছে। একটা নতুন কোচ, তরুণ দলের কিছুটা সময় লাগে থিতু হতে। আমার মনে হয় একজন ভারতীয় ক্রিকেটের সমর্থক, ভারতীয় হিসেবে আমাদের ওই নতুন দলকে কিছুটা সময় দেওয়া উচিত। শ্রীলঙ্কা সফরটাও খুবই আকর্ষণীয় একটা সফর হতে চলেছে বলেই আমার মনে হয়।''
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য উথাপ্পা ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে নিয়েও আশাবাদী। উথাপ্পা বলছেন, ''আমার মনে হয় সূর্যর সঙ্গে কারও তুলনা টানা উচিত নয়। কারও সঙ্গে সূর্যর তুলনা টানাও উচিত নয়। ওর মত করে ও নেতৃত্ব দিক। ওর নিজের একটা ধরণ আছে। সেভাবেই ও দলটাকে সামলাবে। আমরা সবাই জানি সূর্যকুমার ভারতীয় ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ একটা নাম। বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বের অন্য়তম সেরা ব্যাটার ও। তবে আমিও মুখিয়ে আছি যে কীভাবে দলকে নেতৃত্ব দেয় সূর্য, তা দেখার জন্য।''
সঞ্জু স্যামসনের জন্য় নিজের একাদশে জায়গা করে নেওয়াটা যে একটু চ্যালেঞ্জিং তা মনে করিয়ে দিতে ভুললেন না নাইট রাইডার্সের আইপিএল জয়ী দলের সদস্য। উথাপ্পা বলছেন, ''বিশ্বকাপে স্যামসন দলের সদস্য ছিল। কিন্তু একটি ম্য়াচেও মাঠে নামার সুযোগ পায়নি। ওর আসন্ন শ্রীলঙ্কা সিরিজও চ্য়ালেঞ্জিং হতে চলেছে। কীভাবে নিজের জায়গা পাকা করবে ও একাদশে, সেটাই এখন দেখার। তবে আশা রাখি সুযোগ পেলে তা দুর্দান্তভাবে কাজ লাগাবে ও।''