IND vs Wi ODI LIVE Streaming: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IND vs Wi ODI: ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের ওয়ান ডে দ্বৈরথে পরিসংখ্যানের বিচারে সামান্য এগিয়ে টিম ইন্ডিয়া।
বার্বাডোজ: আজ থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (IND vs WI ODI) শুরু হচ্ছে। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ আয়োজিত হবে বার্বাডোজে। দ্বিতীয় টেস্ট বৃষ্টিতে ভেস্তে গেলেও, প্রথম ম্যাচ জয়ের সুবাদে লাল বলের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বিশেষজ্ঞদের মতে ওয়ান ডে সিরিজেও তাঁরা ফেভারিট হিসাবে মাঠে নামবে। রোহিত শর্মারা (Rohit Sharma) কি পারবেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজেদের দাপট অব্যাহত রাখতে?
বিশ্বকাপ তো বটেই, তার আগে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টও খেলবে ভারতীয় দল। সেই সিরিজের আগে দলের ভারসাম্য যাচাই করে নেওয়ার, তরুণদের সুযোগ দেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কথাতেও এই প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেন, 'এই দলে অনেক তরুণ ক্রিকেটাররা রয়েছে, যারা একেবারেই হাতেগোনা কয়েকটা ম্যাচ খেলেছে। ওদেরকে এই সিরিজে পরখ করে দেখার সুযোগ রয়েছে। ওদের ভিন্ন ভিন্ন দায়িত্ব দেওয়া হবে। সেইসব ভূমিকায় তরুণরা কতটা, কী করতে পারছে আমাদের কাছেও সেটা দেখা নেওয়ার সুযোগ থাকবে। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা এমনটাই করেছিলাম। তরুণদের কয়েকটা ম্য়াচ খেলিয়ে পরখ করে দেখেছিলাম। এখানেও তেমনটাই হবে।'
অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে লক্ষ্যটা দীর্ঘমেয়াদি। নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলার ছাড়পত্র পায়নি ক্যারিবিয়ান দল। তাই বিশ্বকাপের চিন্তা তাঁদের মাথায় নেই। তবে ভবিষ্যতে এমনটা যেন না হয়, তারজন্য এখন থেকেই তৎপর ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। শাই হোপের নেতৃত্বাধীন দলের সামনে তাই নিজেদের প্রমাণ করার এক সুযোগ রয়েছে। তবে চ্যালেঞ্জটা কিন্তু বেশ কঠিনই। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার শুরুটা আজ থেকেই হতে চলেছে।
কাদের ম্যাচ?
প্রথম ওয়ান ডেতে মুখোমুখি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়
কোথায় খেলা?
কেনসিংটন ওভাল স্টেডিয়ামে
কবে ম্যাচ?
ম্যাচ ২৭ জুলাই, বৃহস্পতিবার এই ম্যাচ খেলা হবে।
কখন শুরু ম্যাচ?
ম্যাচ শুরু রোজ সন্ধ্যা ৭টে থেকে। ম্যাচ আধঘণ্টা আগে ৬.৩০ টায় টস আয়োজিত হবে।
কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে দুরদর্শনে এই ম্যাচ দেখা যাবে ।
অনলাইন স্ট্রিমিং
অনলাইনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
হেড-টু-হেড
দুই দলের মুখোমুখি লড়াইয়ে আপাতত ভারতই এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৭০টি ম্যাচ জিতেছে। সেখানে ক্যারিবিয়ান দল ৬৩টি ম্যাচে জয়লাভ করেছে। দুই ম্যাচ টাই হয়েছে এবং বাকি চার ম্যাচ অমীমাংসিতই শেষ হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বার্বাডোজেই কপিল দেবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার হাতছানি জাডেজার সামনে