Indian Cricket: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই ভারতকে হুঁশিয়ারি ড্যারেন স্যামির
Darren Sammy On Indian Cricket: গত বছরে ভারতে টেস্ট সিরিজ খেলতে এসেছিল নিউজিল্য়ান্ড। তিন ম্য়াচের সিরিজে তিনটিতেই জিতেছিল কিউয়িরা। ব্ল্যাক ক্যাপসদের সাফল্য থেকেই অনুপ্রেরণা নিতে চাইছেন স্য়ামি।

জামাইকা: ভারতের বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে এই সিরিজ। এশিয়া কাপের পরই লাল বলের ফর্ম্য়াটে ঘরের মাঠে ক্যারিবিয়ান ব্রিগেডের মুখোমুখি হবে শুভমন গিল অ্য়ান্ড কোং। সেই সিরিজ শুরুর আগেই এবার ভারতীয় দলকে হুঁশিয়ারি দিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্য়ামি। ওয়েস্ট ইন্ডিজের যে পেস অ্য়াটাক তা ভারতের ২০ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে বলেই মনে করছেন প্রাক্তন এই অলরাউন্ডার।
ভারত সফরের জন্য ক্যারিবিয়ান স্কোয়াডে রয়েছেন শামার জোসেফ, জেডন সিলস, আলজারি জোসেফ, অ্য়ান্ডারসন ফিলিপ। এছাড়াও ফাস্ট বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস রয়েছেন তালিকায়। সাংবাদিক বৈঠকে স্যামি বলেছেন, ''আমরা এই মুহূর্তে এমনভাবে নিজেদের দলটা গড়ে তুলেছি, সেখানে পেসাররা যে কোনও উইকেটেই সাফল্য পাবে। চারজন এমন পেসার রয়েছে আমাদের স্কোয়াডে, যাঁদের আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে বোলিংয়ে। খেলার রং বদলে দিতে ওস্তাদ ওরা।''
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান দলের সদস্য স্যামি বলছেন, ''ওয়েস্ট ইন্ডিজ দলে শামার জোসেফ রয়েছেন, যে ভীষণ স্কিডি। জেডন রয়েছেন যে বল দুদিকেই ঘোরাতে পারে। আলজারি জোসেফের উচ্চতা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। অতিরিক্ত বাউন্স আদায় করে নিতে পারে জেডন। গত এক, দেড় বছরে যেভাবে পেসাররা পারফর্ম করেছে, তাতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। ভারতের মাটিতে ২০ উইকেট তুলে নিতেই হবে। তেমনই বোলার প্রয়োজন। ২০ উইকেট নিতে পারলেই ম্য়াচ প্রায় মুঠোয় চলে আসবে। আমাদের পেসারদের যে ক্ষমতা, তাতে খুব সহজেই ২০ উইকেট নিতে পারবে ভারতের মাটিতে।'' গত বছরে ভারতে টেস্ট সিরিজ খেলতে এসেছিল নিউজিল্য়ান্ড। তিন ম্য়াচের সিরিজে তিনটিতেই জিতেছিল কিউয়িরা। ব্ল্যাক ক্যাপসদের সাফল্য থেকেই অনুপ্রেরণা নিতে চাইছেন স্য়ামি।
সুপার ফোরে হাড্ডাহাড্ডি ভারত-পাক মহারণ
এদিকে, এশিয়া কাপের সুপার ফোরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সুপার ফোরে ভারতের সঙ্গে উঠেছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ । সুপার ফোর থেকে দুটি দল সরাসরি খেলবে ফাইনালে। গতবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও ট্রফি জয়ের ব্যাপারে অন্যতম দাবিদার টিম ইন্ডিয়া। যদিও বাকি তিন দলই চাইবে ভারতের পরিকল্পনা ভেস্তে দিতে। সূর্যকুমার যাদবদের কড়া চ্যালেঞ্জ জানাতে। সুপার ফোর পর্ব শুরু হচ্ছে ২০ সেপ্টেম্বর। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। ভারত নামছে ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন। সেদিন ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।




















