IND vs ZIM: জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য, তৃতীয় টি-টোয়েন্টিতে আজ কখন, কোথায় নামছেন গিলরা?
IND vs ZIM T20 Cricket: কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই শতরান হাঁকিয়েছিলেন অভিষেক। ফিনিশার হিসেবে আরও একবার নিজের জাত চিনিয়েছেন রিঙ্কু সিংহ।
হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেট দলে প্রথম গিয়েছে জিম্বাবোয়ে সফরে। কিন্তু সিরিজের প্রথম ম্য়াচেই ধাক্কা খেতে হয় শুভমন গিলের নেতৃত্বাধীন একেবারে তরুণ এই ভারতীয় দলকে। প্রথম ম্য়াচেই লজ্জার হেরে যায় ভারত। তবে দ্বিতীয় ম্য়াচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই শতরান হাঁকিয়েছিলেন অভিষেক। ফিনিশার হিসেবে আরও একবার নিজের জাত চিনিয়েছেন রিঙ্কু সিংহ।
কাদের ম্যাচ?
আজ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্য়াচে ভারত ও জিম্বাবোয়ে মুখোমুখি হবে
কবে খেলা?
ম্যাচটি হবে ১০ জুলাই, বুধবার
কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় বুধবার, বিকেল ৪.৩০ থেকে ম্য়াচ শুরু
কোথায় ম্যাচ?
ম্য়াচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে
টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচটি। সোনি লিভে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে।
আগের ম্য়াচে ব্যাট হাতে নায়ক ছিলেন অভিষেক শর্মা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ধারাবাহিক ভাল পারফর্ম করার পুরস্কার পেয়েছিলেন। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়ে জিম্বাবোয়ের সিরিজের প্রথম ম্য়াচেই। কিন্তু চার বল খেলে শূন্য় রানেই প্যাভিলিয়নে ফিরেছিলেন অভিষেক। যদিও দ্বিতীয় ম্য়াচেই নিজের জাত চেনান বাঁহাতি তরুণ ওপেনার।
কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকানোর পর অভিষেক বলেন, ''আমার মনে হয় আজকে আমি বেশ ভালই পারফর্ম করেছি। কালকের পরাজয়টা আমাদের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না। আজ আমার মনে হয়েছিল যে দিনটা আমারই ছিল এবং আমি সেটার সম্পূর্ণ সুযোগ নিই। আমার মতে টি-টোয়েন্টি ক্রিকেটে মোমেন্টামটাই আসল এবং আমি শেষ পর্যন্ত নিজের ইনিংস টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কোচ, অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টকে আমার ওপর আস্থা রাখার জন্য বিশেষ ধন্যবাদ।''
সেদিন ৪৭ বলে ১০০ রানের ইনিংস খেলে আউট হন অভিষেক। নিজের ইনিংসে আটটি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকান তরুণ ভারতীয় ওপেনার। আজও কি অভিষেকের ব্যাট জ্বলে উঠবে?