Womens T20 World Cup: নিউজ়িল্যান্ডের কাছে লজ্জার হার পাকিস্তানের, ভেঙে চুরমার ভারতের সেমিফাইনালের স্বপ্ন
Indian Cricket Team: সেমিফাইনালের দৌড় থেকে পাকিস্তানের পাশাপাশি ছিটকে গেল ভারতও। অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ এ-র দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল নিউজ়িল্যান্ড।
দুবাই: মাঠে হোক বা মাঠের বাইরে - দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বী। অথচ সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের দিকেই তাকিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সোমবার দুবাইয়ে যদি নিউজ়িল্যান্ডকে হারিয়ে দিত পাকিস্তান, তাহলে ভারতের সামনে মহিলাদের টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সামান্য সুযোগ বেঁচে ছিল।
কিন্তু নিউজ়িল্যান্ডের কাছে কুৎসিতভাবে হেরে গেল পাকিস্তান। সেই সঙ্গে সেমিফাইনালের দৌড় থেকে পাকিস্তানের পাশাপাশি ছিটকে গেল ভারতও। অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ এ-র দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল নিউজ়িল্যান্ড।
মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে উঠতে হলে দুই দলের জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। তবে এই ম্যাচের দিকে ভারতীয়রাও তাকিয়ে ছিল। যদি কোনও ভাবে নিউজিল্যান্ড হারত তাহলে সেমির টিকিট পেতে পারত হরমনপ্রীতদের ভারতও। তবে শেষ পর্যন্ত ভারতের আশায় জল ঢালল নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে ভারতকে পিছনে ফেলে শেষ চারের টিকিট পাকা করল নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল।
এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। এই সিদ্ধান্ত তাদের জন্য সঠিক প্রমাণিত হয়নি। আসলে, প্রথমে ব্যাট করে কিউয়ি দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করতে পারে। এইভাবে, একটা সময়ে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠার আশাও বেড়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি।
সোমবার দুবাইয়ে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজ়িল্যান্ড। তাদের ওপেনিং জুটি প্রথম উইকেটে ৪১ রান যোগ করেছিল। কিন্তু জর্জিয়া প্লিমার আউট হতেই পরপর উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ৫৮ রানে নিউজিল্যান্ডের তিনজন ব্যাটসম্যান আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান। ১১০/৬ স্কোরে আটকে যায় তারা।
অনেকেই ভেবেছিলেন, হয়তো এই লক্ষ্য তাড়া করে জিতবে পাকিস্তান। আর খুলে যাবে হরমনপ্রীতদের শেষ চারের দরজা। কিন্তু শুরুর ৫.৪ ওভারে মাত্র ২৮ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৫৬ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।
আরও পড়ুন: পারফর্ম করেও বাংলার ক্রিকেটারেরা জাতীয় দলে ব্রাত্য কেন? প্রশ্ন প্রাক্তন ভারতীয় তারকার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।