Bangladesh News: সীমান্ত পেরিয়ে কি এখন পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ছে বাংলাদেশি দুষ্কৃতীরা ? উঠছে প্রশ্ন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সীমান্ত পেরিয়ে কি এখন পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ছে বাংলাদেশি দুষ্কৃতীরা? প্রশ্নটা জোরাল করল খাস নিউটাউনের ফ্ল্য়াট থেকে চারজন বাংলাদেশি লুঠেরার গ্রেফতার হওয়ার ঘটনা। মেঘালয়ে ট্রাক চালকদের মারধর ও লুঠের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, আবু হাসনাত অভিযোগ করলেন, 'ভারত নাকি সন্ত্রাসবাদের আশ্রয়স্থল।'' যদিও বাংলাদেশের রাজধানী ঢাকায়, এখন প্রকাশ্য়ে উড়ছে ISIS-এর পতাকা! কয়েক বছর আগে এই ISIS-ই বাংলাদেশের গুলশনে নাশকতা চালিয়েছিল!
আরও খবর...
মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা হুমায়ুনের, পাল্টা মুর্শিদাবাদেই রামমন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান হুমায়ুন। পাল্টা মুর্শিদাবাদেই রামমন্দির তৈরির ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার। 'ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে রামমন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি'। 'অযোধ্যার মতো মুর্শিদাবাদে রামমন্দির বানাব, জানুয়ারি থেকে কাজ শুরু'। ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজের।