INDW vs SAW: সিরিজ দু দলেরই, প্রোটিয়াদের ফ্রেমে নিয়েই ফটোসেশনে অভিনব সেলফি জেমিমার
INDW vs SAW T20 Series: সিরিজের প্রথম ম্য়াচে জয় পেয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্য়াচে বৃষ্টির জন্য খেলা হয়নি। তৃতীয় ম্য়াচে ভারত জয় ছিনিয়ে নিল।
চেন্নাই: তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্য়াচটি জিতে সিরিজ ১-১ ড্র করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Cricket Teamn)। দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ম্য়াচে ১০ উইকেটে একপেশে জয় ছিনিয়ে নিলেন স্মৃতি-জেমিমারা। খেলার শেষে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে সঙ্গে নিয়েই ফটোসেশন করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মাঠে শুইয়ে পড়ে অভিনব সেলফিতে মুহূর্ত বন্দি করলেন জেমিমা। উল্লেখ্য, সিরিজের প্রথম ম্য়াচে জয় পেয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্য়াচে বৃষ্টির জন্য খেলা হয়নি। তৃতীয় ম্য়াচে ভারত জয় ছিনিয়ে নিল।
View this post on Instagram
গতকাল টস জেতেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে মাত্র ৮৪ রানে অল আউট হয়ে যায়। প্রোটিয়া দলের কেউই ভারতীয় বোলারদের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি। ওপেনার তাসমিন ব্রিটস ২০ রানের ইনিংস খেলেন। মারিজানে ক্যাপ ১০ রানের ইনিংস খেলেন। অনিক বসচি ১৭ রানের ইনিংস খেলেন। ভারতের পূজা ভাস্ত্রাকার ৩.১ ওভারের স্পেলে ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট ঝুলিতে পুরেছেন।
রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলেন তিনটি বাউন্ডারির সাহায্যে। স্মৃতি মন্ধানা ৪০ বলে ৫৪ রানের ইনিংস খেলেন ৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। ১০.৫ ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
জেমিমা রডরিগেজকে এর আগেও বারবার দেখা গিয়েছে খেলার মাঠে বিভিন্নরকমভাবে খোশমেজাজে সতীর্থদের সঙ্গে আড্ডা মারতে। প্রতিপক্ষ দলের প্লেয়ারদের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভাল। এদিন খেলার শেষে ফটোসেশনেও দেখা গেল অভিনব মেজাজে সতীর্থকে। হরমনপ্রীত ও ওলভার্ডাট দুজনেই পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি হাতে নিয়ে প্রথমে ছবি তোলেন। কিন্তু এরপরই হরমনপ্রীতকে দেখা যায় প্রোটিয়া ক্যাপ্টেনকে সঙ্গে নিয়ে ফটোশনে যোগ দিতে। সেখানে দু দলের ক্রিকেটাররা একে অপরের পাশে কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিলেন। তখনই আচকমই জেমিমা বেশ কিছুটা এগিয়ে এসে সেলফি তোলেন। সেই সেলফিতে শুয়ে ব্যাকগ্রাউন্ডে ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সঙ্গে নিয়ে নেয়।