INDW vs WIW: বিশ্বরেকর্ড স্মৃতি, রিচার, ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের
Smriti Mandhana And Richa Ghosh: দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেললেন রিচা। ২১ বলে ৫৪ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা এই উইকেট কিপার ব্যাটার।
মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্য়াচে আরও একটি অর্ধশতরান হাঁকালেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্য়াকাডেমিতে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ম্য়াচে ১৮ বলে ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন বাংলার রিচা ঘোষ। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান বোর্ডে তুলে নিয়েছিল। যা ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই ফর্ম্য়াটে হাঁকানো সর্বাধিক স্কোর। রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানই বোর্ডে তুলতে পারে। এই জয়ের সঙ্গে সঙ্গেই সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত কৌরের দল।
ম্য়াচে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন স্মৃতি মন্ধানা। তিনি ৪৭ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। মহিলা ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্য়াটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩০টি অর্ধশতরান হাঁকালেন স্মৃতি। ১৪২ ইনিংসে ৩০ বার অর্ধশতরান করেছেন বাঁহাতি ভারতীয় ওপেনার। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ২৯টি অর্ধশতরান করে সুজি বেটস। বেথ মুনি তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ২৫টি অর্ধশতরান। আগের ম্য়াচেও অর্ধশতরান হাঁকিয়ে ভারতকে ম্য়াচ জিততে সাহায্য করেছিলেন স্মৃতি মন্ধানা। অধিনায়ক মান্ধানা ও দীপ্তি শর্মা ইনিংসের হাল ধরেন। তিন তিনবার জীবনদান পেয়ে মান্ধানা ৩৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন
অন্য়দিকে মহিলা ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেললেন রিচা। ২১ বলে ৫৪ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা এই উইকেট কিপার ব্যাটার। জেমিমা রডরিগেজ ২৮ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। চারটি বাউন্ডারি হাঁকান তিনি। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানই বোর্ডে তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল। ক্যাপ্টেন হিলি ম্য়াথিউজ ২২ রান করেন। ডিয়েন্ড্রা ডটিন ১৭ বলে ২৫ রানের ইনিংস খেলেন। চিনেল্লে হেনরি ১৬ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া কোনও ব্যাটারই আর সেভাবে রান পাননি। ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে সাহায্য করতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন রাধা যাদব। ১টি করে উইকেট নেন রেণুকা, সাজানা, তিতাস ও দীপ্তি।