KL Rahul Record: পরপর দুই ম্যাচেই অর্ধশতরান হাঁকিয়েছেন, ডেথ ওভারে নতুন রেকর্ড গড়লেন রাহুল
IND vs SA: লোয়ার মিডল অর্ডারে নেমে ওয়ান ডে ফর্ম্য়াটে ফিনিশারের ভূমিকায় দেখা যাচ্ছে কে এল রাহুলকে। আর সেই ভূমিকাতেই এবার রেকর্ড গড়ে ফেললেন কর্ণাটকী ব্যাটার।

রাইপুর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাইপুরে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ব্যাট হাতে ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন কে এল রাহুল। চলতি ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ডানহাতি কর্নাটকী ব্যাটার। ব্যাট হাতেও দুটো ম্য়াচেই দারুণ ইনিংস খেলেছিলেন। ভারত প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান বোর্ডে তুলেছিল। নিজের ইনিংসে ছয়টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছিলেন রাহুল।
লোয়ার মিডল অর্ডারে নেমে ওয়ান ডে ফর্ম্য়াটে ফিনিশারের ভূমিকায় দেখা যাচ্ছে কে এল রাহুলকে। আর সেই ভূমিকাতেই এবার রেকর্ড গড়ে ফেললেন কর্ণাটকী ব্যাটার। প্রথম ওয়ান ডে ম্যাচেও ব্যাট হাতে ৬০ রানের ইনিংস খেলেছিলেন রাহুল। ২০২৩ সাল থেকে ডেথ ওভারে ব্যাটিং করে সর্বাধিক রানের নিরিখে কে এল রাহুল তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক রাহুলই। ওয়ান ডে ফর্ম্য়াটে ৪১-৫০ ওভারের মধ্যে মোট ৪২৪ রান করেছেন ১৪২.৭৬ স্ট্রাইক রেটে। এই তালিকায় সবার ওপরে রয়েছেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ডেভিড মিলার ৪৬৪ রান ঝুলিতে পুরে নিয়েছেন ডেভিড মিলার। চারিথ আসালাঙ্কা ৪৩৮ রান করেছিলেন ডেথ ওভারে। কে এল রাহুল ৪২৪ রান করেছেন। গ্লেন ফিলিপস ৪১৩ রান করেছেন ডেথ ওভারে।
এদিকে রাইপুরে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় ভূখণ্ডে কোনও বিদেশি দলের ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বড় স্কোর তাড়া করে জয়ের নজির। এর আগে, অস্ট্রেলিয়াও ভারতে এসে ৩৫৯ রান তাড়া করে ম্যাচ জিতেছিল। তারা এই কীর্তি ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে করেছিল। এবার দক্ষিণ আফ্রিকাও ৩৫৯ রান চেজ করে এই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে সমানতালে এসে দাঁড়িয়েছে। খারাপ ফিল্ডিংও এই ম্যাচে ভারতীয় দলের হারের অন্যতম কারণ। ভারতীয় খেলোয়াড়রা ক্যাচ ফেলেছে, এছাড়াও ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজা বেশ কয়েকবার মিসফিল্ডিং করেছেন। ব্যাটিংয়েও টিম ইন্ডিয়ার দুর্বলতা প্রকাশ পায়। টিম ইন্ডিয়া সহজেই ৩৮০-৩৯০ স্কোরে পৌঁছতে পারত, কিন্তু শেষ ১০ ওভারে ভারতীয় ব্যাটসম্যানরা মাত্র ৭৪ রান করতে পেরেছিল।
এই ম্যাচের উভয় ইনিংসে মোট ৭২১ রান হয়। ভারত ও দক্ষিণ আফ্রিকার ইনিংসে মোট ৩টি সেঞ্চুরি হয়। টিম ইন্ডিয়ার হয়ে বিরাট কোহলি ১০২ রানের ইনিংস খেলেন, যা তাঁর ওয়ান ডে কেরিয়ারের ৫৩তম সেঞ্চুরি ছিল। রুতুরাজ গায়কোয়াড় মাত্র ৭৭ বলে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন, যা ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিগুলির মধ্যে একটি ছিল।
















