IND vs ENG: বিরাট, রোহিতের টেস্ট ছাড়ার সিদ্ধান্ত একেবারে সঠিক বলেই মনে করেন প্রাক্তন বোলিং কোচ
Virat And Rohit Retirement: এই পরিস্থিতিতে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ, প্রাক্তন ক্রিকেটার, সমর্থকরা আঙুল তুলেছিলেন নির্বাচক কমিটি ও ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের দিকে।

হেডিংলে: মাত্র পাঁচ দিনের ব্যবধানে দু-দুজন তারকার হঠাৎ করেই ক্রিকেটের সর্বোচ্চ ফর্ম্য়াট থেকে সরে যাওয়া। প্রথমে রোহিত শর্মা ও পরে বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ সিরিজের আগে এভাবে দুই অভিজ্ঞ ব্যাটারের সরে যাওয়াটা স্বাভাবিকভাবেই হতাশ করেছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের। ৭ মে রোহিত ও ১২ মে বিরাট সরে দাঁড়িয়েছিলেন টেস্ট ফর্ম্য়াট থেকে। বিরাট তো টেস্ট ফর্ম্য়াটে ১০ হাজার রান পূরণ করার সুযোগ থাকলেও তার আগেই সরে যান। এই পরিস্থিতিতে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ, প্রাক্তন ক্রিকেটার, সমর্থকরা আঙুল তুলেছিলেন নির্বাচক কমিটি ও ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের দিকে। তবে বিরাট ও রোহিতের সিদ্ধান্ত একেবারে সঠিক বলেই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ পারস মাম্বরে।
এক সাক্ষাৎকারে পারস বলেন, ''বিরাট আরও পাঁচবছর টেস্ট ক্রিকেট খেলতে পারত না কোনওভাবেই। এটা ও নিজেও খুব ভালোভাবেই বুঝতে পারছিল। কোহলি ও রোহিতের নিজস্ব লড়াই আছে। ওঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছে, এবার বিদায় নেওয়ার সময়। ওঁরা জানে, ওদের অবদান কতটা। আমার মনে হয় একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে টেস্ট ফর্ম্য়াট থেকে ওঁরা সরে গিয়ে। আমার মনে হয় ওঁদের মনে হয়েছিল যে আর নতুন করে কাউকে অনুপ্রাণিত করতে পারছে না ওঁরা। নিজেরাও দেশের জার্সিতে খুব একটা রান পাচ্ছিল না। তাই সরে যাওয়াটাই সঠিক বলে ওঁদের মনে হয়েছিল। আমি বলব এটা একটা নিঃস্বার্থ সিদ্ধান্ত দলের জন্য় ওঁদের। ভীষণ প্রশংসনীয়।''
গত বছর ভারত রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেই টুর্নামেন্টেও ভারতের বোলিং কোচ ছিলেন পারস। এছাড়া ২০২১-২২ মরশুম থেকে দায়িত্ব সামলাচ্ছিলেন। দুই তারকা ব্যাটারকেই খুব কাছ থেকে দেখেছেন। রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও বিরাট এখনও ফিট। অনেকেই মনে করেছিলেন যে তিনি আরও ২-৩ বছর অনায়াসে খেলতে পারতেন। এমনকী গত আইপিএলেও অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছিলেন কোহলি। তবে দেশের জার্সিতে টেস্ট ফর্ম্য়াটে বেশ কয়েকটি সিরিজে রান নেই দুজনের কারোর। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাওস্কর ট্রফিতে বিরাট শতরান হাঁকিয়েছিলেন। কিন্তু পরের চার টেস্টে রান আসেনি। এমনকী বারবার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন।
প্রাক্তন বোলিং কোচ মামব্রে আরও বলেন, ''রোহিত ও বিরাট দুজনেই বড় মাপের প্লেয়ার। কখন সরতে হবে, ওদের বলে দেওয়ার প্রয়োজন নেই। ওরা বুঝতে পারছিল যে নিজের একশো শতাংশ দেওয়ার মানসিকতা ও অনুপ্রেরণা হয়ত আর পাচ্ছিল না। তার জন্য টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়ে শুধু ওয়ান ডে ফর্ম্য়াটেই আপাতত মন দিতে চাইছে।''




















