RSA vs IND: অপরাজিত দল, ব্যাট হাতে টি-২০ বিশ্বকাপের মঞ্চ মাতাচ্ছেন 'হিটম্যান' রোহিত শর্মা
Rohit Sharma: এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৫৫.৯৭-র স্ট্রাইক রেটে ২৪৮ রান করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বার্বাডোজ: ১১ বছরের খরা, একের পর এক স্বপ্নভঙ্গ। ফের একবার শনিবাসরীয় সন্ধ্যায় বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের স্বপ্ন নিয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ (RSA vs IND) নজর রাখবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আশা একটাই, ৪০ ওভারের লড়াই শেষে যেন কাপ উঠে রোহিত শর্মার (Rohit Sharma) হাতে। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিতও কিন্তু এই স্বপ্নজয়ের লক্ষ্যে নিজের সর্বস্বটা উজাড় করে দিচ্ছেন। এবারের বিশ্বকাপে তাঁর পরিসংখ্যানেই এর প্রমাণ মিলবে।
চলতি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে একের পর এক ইনিংস খেলেছেন। দলের থেকে নির্ভীক ক্রিকেট খেলার দাবি জানানো 'হিটম্যান' কিন্তু নিজেও ভয়ডরহীন ব্যাটিং করছেন। এবারের টুর্নামেন্টে ২৪৮ রান করেছেন রোহিত (সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ), স্ট্রাইক রেট ১৫৫.৯৭। দুইয়ের থেকে ভারতীয় হিসাবে একে তিনি। অজ়িদের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে রোহিত ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। সেটাই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সর্বাধিক ২২টি চার ও ১৫টি ছক্কাও এসেছে রোহিতের ব্যাট থেকে। এবারের ভারতীয় হিসাবে টুর্নামেন্টে সর্বাধিক তিনটি অর্ধশতরান করেছেন রোহিত।
ভারতীয় অধিনায়ক শাকিব একমাত্র ক্রিকেটার যিনি সবকয়টি টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। ভারতের হয়ে ২০০৭ সালের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১৪ সালের ফাইনালও খেলেছেন রোহিত। এই নিয়ে তিনি নিজের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলছেন। রোহিতের রেকর্ড ফাইনালে খুব আহামরি বা মন্দ কোনওটাই নয়। দুই ফাইনালে ১৪০-র স্ট্রাইক রেটে ৫৯ রান করেছেন কোহিত। তিনি ২০০৭ সালের ফাইনালে জোহানেসবার্গে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে সাত বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ঢাকায় রোহিত ওপেন করতে নেমে নিজের স্বাভাবিক ছন্দে ব্যাট করতে পারেননি। ২৬ বলে ২৯ রানের ইনিংস খেলেন রোহিত। ভারত সেই ম্যাচ হারে।
এবারে কি অধিনায়ক হিসাবে স্বপ্নের টুর্নামেন্টের শেষটা স্বপ্নের মতো করতে পারবেন রোহিত? সেটাই দেখার বিষয় কিন্তু। আজ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে পোডিয়ামে খেতাব হাতে তোলার লক্ষ্য়ে কিন্তু মাঠে নামবেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আবারও এক বিশ্বকাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, কোথায়, কখন দেখবেন মহাদ্বৈরথ?