RSA vs IND: আবারও এক বিশ্বকাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, কোথায়, কখন দেখবেন মহাদ্বৈরথ?
T20 World Cup 2024: এই প্রথমবার কোনও দলের অপরাজিতভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় নিশ্চিত।
বার্বাডোজ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বিশের বিশ্বজয়ের (T20 World Cup 2024) খেতাবি দ্বৈরথ। এক দশকেরও অধিক সময় পরে ফের একবার আইসিসি ট্রফি জয়ের প্রত্যাশায় মাঠে নামবে টিম ইন্ডিয়া। অপরদিকে, প্রোটিয়া বাহিনীর (RSA vs IND) লক্ষ্য নিজেদের প্রথম বিশ্বকাপ জয়। সপ্তাহান্তে এই মহাদ্বৈরথের দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।
কাদের ম্যাচ?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মহারণে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা
কবে খেলা?
ম্যাচটি হবে ২৯ জুন, শনিবার
কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় শনিবার রাত ৮টায় ম্যাচ শুরু, টস হবে ঠিক তার আধা ঘণ্টা আগে অর্থাৎ ৭.৩০টায়
কোথায় ম্যাচ?
ম্যাচটি খেলা হবে বার্বাডোজের ১২০ বছর পুরনো কেনজিংটন ওভাল স্টেডিয়ামে
টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে স্টার নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালের ম্যাচ। ডিজ়নি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে খেলা
View this post on Instagram
শেষ সাক্ষাৎ
শেষ ২০১৪ দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিল। সেই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি। তবে বছর দুই আগে পার্থে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে ৫ উইকেটে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। মিরপুরে সেইবারের সেমিফাইনালে ৪৪ বলে ৭২ রানের ইনিংসে টিম ইন্ডিয়া জয় পেয়েছিল। এবার লড়াইটা হবে ফাইনালে। দুই দলই এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে অপরাজিত।
ঘটনাক্রমে, সেই ২০১৪ সালেই দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন এইডেন মারক্রাম। সেই মারক্রামই এবার প্রোটিয়া দলের নেতৃত্বে। দক্ষিণ আফ্রিকাকে তিনি প্রথম বিশ্বকাপ জেতাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'কপিল দেবও একই কাজ করতেন', কিংবদন্তির সঙ্গে অধিনায়ক রোহিতের কোন মিল পেলেন শ্রীকান্ত ?