Indian Cricket Team: শ্রেয়সের খেলা নিয়ে বিবাদ, পন্থকে নিয়েও ঝামেলা! চ্যাম্পিয়ন্স ট্রফিপূর্বে ফের উত্তপ্ত ভারতীয় সাজঘর?
Team India: গৌতম গম্ভীরের বাঁ-হাতি, ডান হাতি ব্যাটিং পার্টনারশিপের ঝোঁক নিয়ে সমস্যার সৃষ্টি হয় বলে রিপোর্টে দাবি করা হচ্ছে।

নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফিতে যেমন মাঠে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) পারফরম্যান্স সমালোচনার মুখে পড়ে, তেমনই দলের অন্দরমহলের পরিবেশ নিয়েও না না জল্পনা শোনা যায়। দলের অন্দরমহলে বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডর খবর শিরোনাম কাড়ে। সেই সফরের পর খানিকটা সময় কেটেছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের দুই সিরিজ়ই দাপুটে মেজাজে জিতে নিয়েছে ভারতীয় দল। তাও দলের অন্দরমহলে বিবাদের কানাঘুষো যেন শেষই হচ্ছে না।
সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে ভারতীয় দলের একাদশ নির্বাচন নিয়েও কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে সম্পূর্ণ ভিন্ন মেরুতে রয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। এমনকী শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) মিডল অর্ডারে খেলানো এবং ভারতীয় দলের দ্বিতীয় উইকেটকিপার কে হবেন, সেই নিয়েও বিবাদ রয়েছে।
অজিত আগরকর চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের জানিয়েছিলেন যে ঋষভ পন্থই দলের প্রথম উইকেটরক্ষক। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে কেএল রাহুলকেই তিন ম্যাচ খেলানো হয়। আগরকরের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই রাহুলকে একাদশে খেলানোর সিদ্ধান্ত নেন গম্ভীর ও রোহিত। উপরন্তু, শ্রেয়স আইয়ারকে খেলানো নিয়েও নাকি বচসা হয়। এর প্রধান কারণ হিসাবে গম্ভীরের ব্যাটিংয়ে অর্ডারে ডান ও বাঁ-হাতি জুটির যুগলবন্দির দিকে ঝোঁককেই কাঠগড়ায় তোলা হচ্ছে।
শ্রেয়স আইয়ারকে প্রথমে ভারতীয় একাদশে রাখা হয়েছিল না। তবে বিরাট কোহলি চোট পাওয়ার পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে আইয়ার ভারতীয় দলে সুযোগ পান। তিনি নিজের সুযোগকে সম্পূর্ণভাবে কাজে লাগান। তিন ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ১৮১ রান করেন শ্রেয়স আইয়ার। তবে তাঁকে খেলানো নিয়েও নাকি গম্ভীরের সঙ্গে নির্বাচকমণ্ডলীর কথা কাটাকাটির খবর সামনে এসেছে। এতকিছু সত্ত্বেও অবশ্য ভারতীয় দলের পারফরম্যান্সে কোনও প্রভাব পড়েনি।
📍 Touchdown Dubai! 🛬#TeamIndia have arrived for #ChampionsTrophy 🏆 2025 😎 pic.twitter.com/obWYScvOmw
— BCCI (@BCCI) February 15, 2025
ইতিমধ্যেই রোহিত শর্মা, বিরাট কোহলি, গৌতম গম্ভীররা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মরদেশে পৌঁছে গিয়েছেন। এবার দেখার বিষয় যে সংযুক্ত আরব আমিরশাহিতে রোহিত শর্মার হাতে আবারও একবার এক আইসিসি ট্রফি উঠে কি না।
আরও পড়ুন: ব্যর্থ বাবর, পাক তারকাকে টিটকিরি করে করাচি স্টেডিয়ামের বাইরে উঠল 'বিরাট কোহলি জিন্দাবাদ' রব!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
