মুম্বই: চোট আঘাতে জর্জরিত ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant), কে এল রাহুলরা (KL Rahul)। ঈশান কিষাণ (Ishan Kishan) ছাড়া নির্বাচকদের কাছে আর কোনও বিকল্প ছিল না। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভারতীয় দলের সদস্য ছিলেন ঈশান। তারপর গত বছরের নভেম্বরে প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে, তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁকে রিজার্ভ বেঞ্চেই অপেক্ষা করতে হয়। তারপরই মানসিক স্বাস্থ্যের কথা বলে ছুটি নিয়ে বিতর্কে জড়ান ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটার।
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছিল যে, ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হলেও খেলছেন না ঈশান। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয় ঈশানকে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল ঈশানকে। কিন্তু টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে উইকেটকিপার হিসাবে খেলছেন ধ্রুব জুরেল। জায়গা হয়নি ঈশানের। যা দেখে হতবাক অনেকে।