ENG vs IND: ইংল্যান্ড সফরের জন্য মুখিয়ে, অধিনায়কত্বের বড় দায়িত্ব পেয়ে কী বললেন শুভমন গিল?
Shubman Gill: শনিবারই ভারতীয় টেস্ট দলের ৩৭তম অধিনায়ক হিসাবে শুভমন গিলের নাম ঘোষণা করেছে ভারতীয় নির্বাচকমণ্ডলী।

নয়াদিল্লি: রোহিত শর্মার ছেড়ে যাওয়া গদিতে কে বসবেন? কে হবেন নতুন ভারতীয় টেস্ট অধিনায়ক? আইপিএলের মাঝেও বিগত কয়েকদিন ধরে কিন্তু এই প্রশ্ন সকলের মনেই ঘোরাফেরা করছিল। শনিবার, ২৫ মে অবশেষে সেই জবাব মিলল। ভারতীয় টেস্ট দলের ৩৭তম অধিনায়ক হিসাবে শুভমন গিলের (Shubman Gill) নাম ঘোষণা করল ভারতীয় নির্বাচকমণ্ডলী।
ভারতীয় টেস্ট অধিনায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার মুখ খুললেন শুভমন গিল। বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলকে অধিনায়ক নির্বাচিত হওয়ার বিষয়ে বলতে শোনা যায়, 'গোটাটাই সত্যি বলতে স্বপ্নাতীত। ছোটবেলা থেকে ক্রিকেট খেলা শুরু করার পর সকলেই ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখে। বিশেষত দীর্ঘ সময় টেস্ট খেলার স্বপ্ন দেখে। আর এই সুযোগটা পাওয়াটা আমরা জন্য বিরাট সম্মানের এবং নিঃসন্দেহেও বড় দায়িত্বও বটে।'
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় দিয়ে ভারতীয় ক্রিকেটের নবযুগের তো বটেই, সূচনা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলেরও। এই সিরিজ় নিয়ে বেশ উচ্ছ্বসিত। নিজের অধিনায়কত্বের ধরন এবং তার মতে আর্দশ অধিনায়ক কেমন হওয়া উচিত, সেই বিষয়ে কথা বলেন গিল। 'আমি সামনে থেকে নেতৃত্ব দিতে বিশ্বাস করি এবং সেটা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি প্রমাণ করতে চাই। সবাই তো ভিন্ন। তাই একজন ভাল নেতার বোঝা উচিত কীভাবে তার খেলোয়াড়ের থেকে সেরাটা আদায় করে নেওয়া যাবে। এই নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলা, তাদের ক্রিকেটের বাইরের জীবনটা জানাটা দারুণ বিষয়। কারণ সেটা জানলে তবেই তো তাদের থেকে সেরাটা বের করে আনার উপায় বোঝা যাবে।' জানান ভারতের নতুন টেস্ট অধিনায়ক।
ভারতের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন গিল। দলের সর্বকালের পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক সেই ম্যাচগুলি থেকে এটুকু বুঝে গিয়েছেন যে ব্যাটিংয়ের সময় তাঁর নেতা হিসাবে ভাবলে চলবে না, দুইয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য করাটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তাঁর পূর্বে দুই ভারতকে নেতৃত্ব দেওয়া দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার থেকেও তিনি শিক্ষা নিয়েছেন বলে জানান গিল।
তিনি বলেন, 'বিরাট ভাইয়ের মধ্যে সবসময়ই আগ্রাসন দেখা যেত। সবসময় সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেন এবং ওঁর মধ্যে ওই জয়ের খিদেটা ছিল। রোহিত ভাইও আগ্রাসী ছিলেন, তবে আপনি সেটা ওঁর হাবভাবে বোঝা যাবে না। তবে ওঁ মাঠে সবসময় আগ্রাসী ছিলেন। কিন্তু এমনি রোহিত ভাই খুব শান্ত থাকেন। দলের খেলোয়াড়দের থেকে ওঁ কী চান, সেটা স্পষ্ট বুঝিয়ে দেন। এই গুণগুলি আমি ওঁর থেকে শিখেছি।'
এবার দেখার ইংল্যান্ডের কঠিন সফরে পাকাপাকিভাবে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে শুভমন গিল শুরুটা কেমন করেন।




















