BCCI: অশ্বিনই শেষ নন, বরং প্রথম! অদূর ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়তে পারেন একাধিক সিনিয়র?
Indian Cricket News: ২০১২-১৩ সালে দ্রাবিড়, তেন্ডুলকর , লক্ষ্মণদের অবসরের পরেও ভারতীয় দল এক বড় রদবদলের মধ্যে দিয়ে গিয়েছিল।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) মাঝপথেই সকলকে খানিকটা চমকে দিয়ে অবসর ঘোষণা করেন আর অশ্বিন (R Ashwin)। এমন সিরিজ়ের মাঝপথে তাঁর অবসর ঘোষণা কিন্তু অনেককেই বিস্মিত করেছিল। তবে যা খবর তাতে অশ্বিন কিন্তু একা নন, আরও অনেক সিনিয়র ক্রিকেটারই অদূর ভবিষ্যতে দল থেকে বাদ পড়তে পারেন।
রিপোর্ট অনুযায়ী আসন্ন সময়ে ভারতীয় দলে (Indian Cricket Team) বিরাট রদবদল ঘটতে চলেছে। এর ফলে প্রচুর সিনিয়র ক্রিকেটার দল থেকে সরে দাঁড়াবেন এবং তারুণ্যকেই প্রাধান্য দেওয়া হবে। এ মরশুমে চলতি বর্ডার-গাওস্কর ট্রফিই ভারতের শেষ টেস্ট সিরিজ়। তারপর দীর্ঘদিনের বিরতি। পরের বছর জুন, জুলাইয়ে ইংল্যান্ড সফর থেকে ভারতীয় দলে এই বড় রদবদল দেখা যেতে পারে বলে খবর।
২০১২-২৩ সালে ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকরদের অবসরের পরও ভারতীয় দল বিরাট এক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে অশ্বিন, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা , রোহিত শর্মাদের নিয়ে ভারতীয় দলের ভিত তৈরি হয়েছিল। ইতিমধ্যেই রাহানে, পূজারারা দল থেকে বাদ পড়েছেন। তাঁদের ফেরার সম্ভাবনাও খুবই কম। এবার অশ্বিনের অবসরে কি শেষের শুরু হল?
ঠিক কী কারণে অশ্বিনকে অবসর নিতে হল, সেই কারণ নিয়ে বিভিন্ন জল্পনা, কল্পনা রয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে যে স্টেকহোল্ডাররা অশ্বিনের অবসরের কথা জানালেও, নির্বাচকরা এই বিষয়ে একেবারেই অবগত ছিলেন না। ব্রিসবেন টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, তা বলার প্রয়োজন হয় না। সেই কারণেই সম্ভবত চলতি অস্ট্রেলিয়ান সিরিজ়ই কিন্তু অনেক সিনিয়ারদের জন্য শেষ সিরিজ় হতে পারে।
প্রসঙ্গত, আজ সকালেই চেন্নাই বিমানবন্দরে এসে পৌঁছন আর অশ্বিন। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত গতকালই জানিয়েছিলেন যে অশ্বিন বাকি দলের সঙ্গে বক্সিং ডে টেস্টের জন্য মেলবোর্ন উড়ে যাবেন না, বরং তিনি দেশেই ফিরবেন। সেই মতো কড়া নিরাপত্তার বেষ্টনী এবং সমর্থকদের প্রবল উচ্ছ্বাসের মধ্যেই তিনি বিমানবন্দরে উপস্থিত তাঁর পরিবারের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান। এমনকী বিমানবন্দরে উপস্থিত কোনও মিডিয়ার সঙ্গেও কোনও কথা বলেননি অশ্বিন।
এরপরে বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছলে অশ্বিনের জন্য রাজকীয় অভ্যর্থনা অপেক্ষা করে ছিল। গান বাজনা, ফুল এবং বাবা মায়ের আলিঙ্গনে বাড়িতে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিকে স্বাগত জানানো হয়।
আরও পড়ুন: মেলবোর্নে নেমেই ঝামেলায় বিরাট, অজ়ি সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন কোহলি