Rohit Sharma: 'বাবা হতাশ হয়েছিলেন', অবসরের পর প্রথমবার রোহিত শর্মার মুখে টেস্ট ক্রিকেটপ্রসঙ্গ
Indian Cricket Team: রোহিত শর্মা ভারতীয় দলের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন। তিনি ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেছেন।

নয়াদিল্লি: মাসখানেকও হয়নি। আকস্মিকভাবে টেস্ট থেকে অবসর নিয়ে সকলকে চমকে দেন রোহিত শর্মা (Rohit Sharma,। ভারতীয় (Indian Cricket Team) অধিনায়ক লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁর বাবা গুরুনাথ শর্মা একেবারেই খুশি হননি।
তাঁর বাবা নতুন ধরনের ক্রিকেট দেখা পছন্দই করেন না বলে দাবি রোহিতের। সেই কারণেই ছেলে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বরেকর্ড ২৬৪ রান করার পরেও খুব একটা উৎসাহিত ছিলেন না তিনি। পূজারার স্ত্রীর পূজার লেখা বই প্রকাশের অনুষ্ঠানে তিনি বলেন, 'আমার বাবা ট্রান্সপোর্ট কম্পানিতে কাজ করতেন। আমার বাবা আমাদের সংসার চালানোর জন্য অনেক বলিদান করেছেন। বাবা কিন্তু একেবারে প্রথম দিন থেকেই টেস্ট ক্রিকেটের ভক্ত। এই নতুন যুগের ক্রিকেট ওঁর পছন্দ নয়। আমি যেদিন ওয়ান ডেতে ২৬৪ রান করেছিলাম, সেইদিনের কথা আমার এখনও মনে আছে। ওঁ আমায় ওই হ্যাঁ, ঠিক আছে, ভাল খেলেছ এটুকুই বলেন। তবে তাছাড়া বাড়তি কোনও উত্তেজনা ছিল না।'
রোহিত আরও যোগ করেন, 'আমিই যদি টেস্ট ক্রিকেটে ২০, ৩০, ৪০, ৫০ বা ৬০ রানের ইনিংস খেলতাম টেস্ট ক্রিকেটে, সেই ইনিংসে আমার সঙ্গে অনেক বেশি কথা বলতেন বাবা। ক্রিকেটের প্রতি বাবার ভালবাসা এমনটাই ছিল। বাবা আমায় লাল বলে অনেক ক্রিকেট খেলতে দেখেছেন। লাল বলের ক্রিকেটেই ওঁর পছন্দ। তাই লাল বলের ক্রিকেটে আমি অবসর ঘোষণা করার পর বাবা খানিকটা হতাশই হয়েছিলেন। আমার বাবা এমনই। তবে হ্যাঁ, আমায় এই স্থানে পৌঁছতে আমার বাবার বিরাট বড় অবদান রয়েছে। তাছাড়া তো আমার সাফল্য পাওয়াটাই অসম্ভব ছিল।'
রোহিত শর্মা ভারতীয় দলের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন। তিনি ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেছেন। বহুদিন আগেই লাল বলের ক্রিকেটে অভিষেক ঘটানো এবং সেই ম্যাচে শতরান করলেও, রোহিতের টেস্ট কেরিয়ার ওয়ান ডের মতো সাফল্য পায়নি। দীর্ঘদিন তিনি দলের বাইরে ছিলেন। তবে ২০১৯ সালে তাঁকে টেস্টেও ওপেন করতে বলা হলে পরিস্থিতি বদলা। সেই সময়ের পর থেকেই রোহিত ভারতীয় টেস্ট দলের অঙ্গ হয়ে যান। ২০২২ সালে টেস্ট অধিনায়কও নির্বাচিত হন।
তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের দুই বড় সিরিজ়ে হার ও রোহিতের হতাশাজনক ফর্ম তাঁর টেস্ট কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল। শেষমেশ অবসরই নেন রোহিত।




















