T20 World Cup 2024: অপেক্ষার অবসান! আইপিএল ফাইনালের আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রওনা দিলেন রোহিতরা
Indian Cricket Team: খবর অনুযায়ী, মুম্বই বিমানবন্দর থেকে ভারতীয় ক্রিকেটাররা প্রথমে রাত ১০টা নাগাদ দুবাইয়ের উদ্দেশে বিমান ধরবেন। সেখান থেকেই আরেক বিমানে চেপে যুক্তরাষ্ট্রে পাড়ি দেবেন তাঁরা।
মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আইপিএল ফাইনালের মহারণ শুরু হয়ে যাবে। তবে আইপিএল শেষ হলেও কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন থামছে না। আইপিএল শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আইপিএল ফাইনালের আগের রাতেই একগুচ্ছ ভারতীয় (Indian Cricket Team) তারকা বিশ্বকাপ খেলতে রওনাও দিয়ে দিলেন।
২ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে। এবারের মেগা টুর্নামেন্ট যুক্তরাষ্ট্র এবং ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জে যুগ্মভাবে আয়োজিত হবে। অর্থাৎ আইপিএল ফাইনালের প্রায় গায়ে গায়েই শুরু হবে বিশ্বকাপের আসর। সেই লক্ষ্যেই ভারতীয় তারকাদের প্রথম গ্রুপ বিশ্বকাপের উদ্দেশে রওনা দিয়ে দিল। খবর ছিল এই তারকাদের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা থাকবেন। তবে বিসিসিআইয়ের শেয়ার করা ছবিতে রোহিতকে দেখা গেলেও বিরাটের দেখা মিলল না।
বিশ্বকাপের উদ্দেশে রওনা দেওয়ার আগে ভারতীয় দল ফটোসেশন করে। সেই ছবিতে রোহিত, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, অক্ষর পটেলদের দেখা মেলে। এইসব তারকাদের সিংহভাগদের দলই আইপিএলের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। প্লে-অফে পৌঁছনো ফ্র্যাঞ্চাইজিতে খেলা ক্রিকেটারদের মধ্যে সিরাজেরই দেখা মিলেছে ছবিতে। তবে তাঁর আরসিবি সতীর্থ বিরাট কোহলিকে অন্তত ছবিতে দেখা যায়নি। খবর অনুযায়ী কিছু কোহলির কিছু প্রয়োজনীয় কাগজপত্রে সই সাবুত বাকি রয়েছে, সেই কারণেই তিনি রোহিতদের সঙ্গে শনিবার বিমান ধরেননি। তবে ৩০ মে তিনি রওনা দেবেন।
The wait is over.
— BCCI (@BCCI) May 25, 2024
We are back!
Let's show your support for #TeamIndia 🇮🇳 pic.twitter.com/yc69JiclP8
শনিবার সফররত তারকা ক্রিকেটাররা তো ছিলেনই, পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও তাঁদের সঙ্গে বিশ্বকাপের উদ্দেশে রওনা দেন। খবর অনুযায়ী, মুম্বই বিমানবন্দর থেকে ভারতীয় ক্রিকেটাররা প্রথমে রাত ১০টা নাগাদ দুবাইয়ের উদ্দেশে বিমান ধরবেন। সেখান থেকেই আরেক বিমানে চেপে যুক্তরাষ্ট্রে পাড়ি দেবেন তাঁরা। এই গ্রুপের পর দ্বিতীয় দফায় কোহলি, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসনরা বিশ্বকাপের জন্য রওনা দেবেন বলেই শোনা যাচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্নের মুখে কী জবাব দিলেন নাতাশা?