Mohammed Siraj: দায়িত্ব বাড়ল সিরাজের, তেলেঙ্গানা পুলিশের ডিএসপি পদে বিশ্বজয়ী ভারতীয় পেসার
Mohammed Siraj DSP: গত জুলাই মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় দল দেশে ফেরার পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভানাথ রেড্ডি সিরাজকে সরকারি চকরি দেওয়ার কথা জানিয়েছিলেন।
তেলেঙ্গানা: দায়িত্ব বাড়ল মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। তেলেঙ্গানা পুলিশের ডিএসপি পদে যোগ দিলেন ভারতের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই তারকা পেসার। তেলাঙ্গনার ডিএসপি (Telengana DSP) হিসেবে নিয়োগ করা হয়েছে। তেলেঙ্গানা পুলিশের (Telengana Police) তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়েছিল যে তেলেঙ্গানা পুলিশের ডিএসপি পদে মহম্মদ সিরাজকে নিযুক্ত করা হচ্ছে।
তেলেঙ্গানা পুলিশের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ''ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজকে তাঁর ক্রিকেট কৃতিত্ব ও রাজ্যের প্রতি উৎসর্গের স্বীকৃতিস্বরূপ তেলাঙ্গনার ডিএসপি নিযুক্ত করা হয়েছে। সিরাজ তাঁর নতুন ভূমিকার মাধ্যমে তাঁর ক্রিকেট কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবেন ও অনেক মানুষকে অনুপ্রাণিত করবেন।'' উল্লেখ্য, গত জুলাই মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় দল দেশে ফেরার পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভানাথ রেড্ডি সিরাজকে সরকারি চকরি দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই মতই এবার ১১ অক্টোবর শনিবার তেলেঙ্গানা পুলিশের উচ্চপদস্থ পদে যোগ দিলেন সিরাজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শহরে ফেরার পর সিরাজকে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী সরকারি চাকরির পাশাপাশি হায়দরাবাদে বাড়ি তৈরির জন্য জমি দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন।
উল্লেখ্য়, এই মুহূর্তে বিশ্রামে আছেন মহম্মদ সিরাজ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ছিলেন। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে তিন ম্য়াচের টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়েছে, সেই দলে ফিরেছেন ডানহাতি পেসার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতের ডেপুটি হিসেবে যশপ্রীত বুমরাকে দলের সহ অধিনায়ক করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বছরের শেষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে, সেই ম্যাচে নাও খেলতে পারেন রোহিত। সেক্ষেত্রে বুমরাকে কি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাচ কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ।
রিজার্ভে থাকছেন: হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ময়ঙ্ক যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজেও মিরাজদের ক্লিন স্যুইপ করবে ভারত? আজ কখন, কোথায় দেখবেন ম্য়াচ?