Indian Cricket Team: বিজয় হাজারেতে ৭ ম্যাচে ৭৫২ রান, তাও জাতীয় দলে কেন ব্রাত্য করুণ নায়ার, জানালেন অজিত আগরকর
Karun Nair: করুণ নায়ার চলতি বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ রানসংগ্রাহক। সাত ম্যাচে তিনি ইতিমধ্যেই ৭৫২ রান করে ফেলেছেন।

মুম্বই: দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে শনিবার, ১৮ জানুয়ারি আসন্ন ভারত বনাম ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজ় এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল (Champions Tro[hy) ঘোষণা করে দিয়েছে ভারতীয় নির্বাচকমণ্ডলী। ভারতের ১৫ জনের দলে চমক তেমন নেই বললেই চলে। তবে এক তারকার নাম বহু বছর পর আবারও এই স্কোয়াডে দেখা যাবে বলে অনেকেই আশা করেছিলেন। তেমনটা কিন্তু হয়নি। দুরন্ত ছন্দে থাকা করুণ নায়ার (Karun Nair) ভারতীয় দলে সুযোগ পাননি। কেন ছন্দে থাকা অভিজ্ঞ তারকাকে দলে রাখা হয়নি? সেই কারণ ব্যাখা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar)।
দল নির্বাচনের পর সাংবাদিক বৈঠকে আগরকর দাবি করেন যে এই দলে করুণ নায়ারের জায়গা পাওয়া কার্যত অসম্ভব ছিল। তিনি জানান, 'করুণ নায়ার ভাল খেলছেন বটে, তবে এই দলে ওর জায়গা পাওয়া খুবই কঠিন।' করুণ নায়ার চলতি বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ রানসংগ্রাহক। সাত ম্যাচে তিনি ইতিমধ্যেই ৭৫২ রান করে ফেলেছেন। টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে ইতিহাসও গড়েন তিনি। তারপরেই ৩৩ বছর বয়সি তারকার জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা জেগেছিল। তবে তেমনটা হল না।
তবে চোট নিয়ে সংশয় থাকলেও ভারতীয় দলে কিন্তু যশপ্রীত বুমরা জায়গা পেয়েছেন। প্রত্যাশিতভাবেই ১৫ সদস্যের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। দলে রয়েছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারও। ১ বছরের বেশি সময় পর ফের আইসিসি ইভেন্টের দলে ঢুকে পড়লেন মহম্মদ শামি। রোহিতের ডেপুটি নির্বাচিত হয়েছেন এই টুর্নামেন্টে শুভমন গিল।
আগেই ঠিক ছিল যে রোহিত শর্মা ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিক বৈঠক করবেন। সেই মতই এদিন দুপুরে দুজনে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতেই সাংবাদিক বৈঠকে আসেন। অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত শর্মার ওয়ান ডে ফর্ম্য়াটেও দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী আদৌ তিনি অধিনায়ক থাকবেন কি না, তা নিয়েও আলোচনা হয়েছিল। হিটম্যানের সঙ্গে বৈঠকেও বসেন গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর। সেখানেই নাকি রোহিত বলে দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাঁকে সময় দিতে। এরপরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া। একইসঙ্গে বিরাট কোহলিও রয়েছেন।
শ্রেয়স আইয়ার ধারাবাহিকভাবে ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফরম্য়ান্স করার পুরস্কার পেলেন। তিনি সুযোগ পেয়েছেন দলে। হার্দিক পাণ্ড্য ফিরেছেন। অক্ষর পটেল ও কুলদীপ যাদবকেও রাখা হয়েছে স্কোয়াড। এদিন যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াডই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলবে।
আরও পড়ুন: 'ক্রিকেটারদের স্ত্রীদের জন্য তো হারিনি', BCCI-র নতুন নিয়মাবলীর বিপক্ষে সওয়াল হরভজনের




















