Sanju Samson: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর আবেগঘত বার্তায় কী বললেন স্যামসন?
T20 World Cup 2026: শুভমন গিলকে বারবার খেলিয়ে গেলেও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ওপেনে নেমে শতরান হাঁকানো সঞ্জুকে বারবার রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছিল।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দলে(Indian Cricket Team) সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। গত কয়েকটি সিরিজে বেশিরভাগ সময়েই রিজার্ভ বেঞ্চে সময় কাটাতে হয়েছে কেরলের এই উইকেট কিপার ব্যাটারকে। যা নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে। শুভমন গিলকে বারবার খেলিয়ে গেলেও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ওপেনে নেমে শতরান হাঁকানো সঞ্জুকে বারবার রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলে ফিরিয়ে আনা হল বিশ্বকাপের জন্য স্যামসনকে। আর দলে সুযোগ পাওয়ার পর আবেগঘন বার্তা দিলেন স্যামসন।
নিজের সোশ্যাল মিডিয়ায় ৩১ বছরের তারকা উইকেট কিপার ব্য়াটার লিখেছেন, ''রং একেবারেই ফিকে হয়ে যায়নি এখনও।'' অর্থাৎ জাতীয় দলে যে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নিউজিল্য়ান্ড সিরিজ ও বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফর্ম করতে মরিয়া হয়ে আছেন, তা বুঝিয়ে দিয়েছেন এই পোস্টের মাধ্যমে।
View this post on Instagram
উল্লেখ্য, স্বপ্ন দেখতে শুরু করেছেন ১৪০ কোটি ভারতীয়। বিশ্বকাপের দামামাও বেজে গেল পুরো দমে। টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল শনিবার। প্রথমে ঠিক ছিল, শনিবার দুপুর দেড়টায় মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে সাংবাদিক বৈঠক করবেন টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর। কিন্তু আমদাবাদ থেকে মুম্বইয়ে আসার বিমান দেরি করায় সূর্যর কিছুটা দেরি হয়। তাই দুপুর দুটোর কিছুটা পরে ঘোষণা করা হয় দল। আর সেই দলে চমকের পর চমক। এশিয়া কাপ থেকে ভারতের টি-২০ দলে ফেরানো হয়েছিল শুভমন গিলকে। তাঁকে সুযোগ করে দিতে যশস্বী জয়সওয়ালকে ছেঁটে ফেলা হয়। টি-২০ দলের সহ অধিনায়কও করা হয় শুভমনকে। যিনি ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়কও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুক্রবার সমাপ্ত টি-২০ সিরিজেও সহ অধিনায়ক ছিলেন শুভমন।
কিন্তু টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হল শুভমনকে। তাঁর পরিবর্তে সহ অধিনায়ক করা হল অক্ষর পটেলকে। বাড়তি ব্যাটার হিসাবে ফেরানো হল রিঙ্কু সিংহকে। চমকের এখানেই শেষ নয়। দ্বিতীয় উইকেটকিপার হিসাবে ছেঁটে ফেলা হল জিতেশ শর্মাকে।




















