Indian Women's Cricket Team: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কোচ বদল হচ্ছে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের?
Women in Blue: ডব্লুপিএল শেষ হওয়ার পরে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় মাটিতে লম্বা মাল্টি ফর্ম্যাট সিরিজ় খেলতে যাবে। ১৫ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই সিরিজ় চলবে।

নয়াদিল্লি: অবশেষে প্রথম বিশ্বকাপ জয়, তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে পাঁচ ম্য়াচের পাঁচটিতেই জয়, ২০২৫ সালটা ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য অত্যন্ত স্মরণীয় ছিল। এবার ২০২৬ সালে পুরুষদের মতোই ভারতীয় মহিলা ক্রিকেট দলও কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। তবে তার আগেই হতে পারে কোচবদল।
বর্তমানে ওমেন ইন ব্লুর কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। ৯ জানুয়ারি থেকে শুরু হবে ডব্লুপিএল, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্তু বঢোদরায়। সেই টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই ভারতীয় দলের দায়িত্ব নেবেন নতুন কোচ। PTI-র রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা প্রাক্তন ক্রিকেটার নিকোলাস লি ভারতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিংয়ের নতুন কোচ নিযুক্ত হতে চলেছেন।
লি কিন্তু স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে বেশ অভিজ্ঞ এবং তাঁর যথেষ্ট সুখ্যাতিও রয়েছে। সদ্যই আমিরশাহির ILT20-তে তিনি গাল্ফ জায়ান্টসের হয়েও এই একই দায়িত্ব পালন করেছেন। আফগানিস্তান ক্রিকেট দলের হয়েও একই ভূমিকা গত বছর পর্যন্ত ছিলেন তিনি। এছাড়া তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও হেড অফ ফিজিক্য়াল পারফরম্যান্সের দায়িত্বেও ছিলেন তিনি। এবার ভারতীয় দলের দায়িত্ব নিচ্ছেন তিনি।
ডব্লুপিএল শেষ হওয়ার পরে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় মাটিতে লম্বা মাল্টি ফর্ম্যাট সিরিজ় খেলতে যাবে। ১৫ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই সিরিজ় চলবে। এই সিরিজ়ে দুই দল তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ান ডে তো খেলবেই, খেলবে একটি দিনরাতের টেস্টও।
প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বকাপ জেতার পর কুড়ির ফর্ম্যাটেও জয়ের অশ্বমেধের ঘোড়া ছুটছেই হরমনপ্রীত কৌর অ্য়ান্ড কোংয়ের। আর যার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ক্রমতালিকায় দল হিসেবে উন্নতি করেছে ভারতীয় দল।
আইসিসি ক্রমতালিকা অনুযায়ী ৩০ ডিসেম্বর যে বিবৃতি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে তৃতীয় স্থানে রয়েছে এই মুহূর্তে টিম ইন্ডিয়া। মোট ৪৯ টি ম্য়াচে খেলতে নেমে ১২,৯৬৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২৬৫ রেটিং রয়েছে তাদের।
এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৩১ ম্য়াচে ৯,২৬০ পয়েন্ট ঝুলিতে পুরেছে অজিরা। ২৯৯ রেটিং রয়েছে তাদের। ইংল্য়ান্ড ক্রিকেট দল ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ৪৬ ম্য়াচে ১২,৭৫১ পয়েন্ট ঝুলিতে পুরেছে ২৭৭ রেটিংয়ের সঙ্গে সঙ্গে।




















