INDW vs BANW: নেতৃত্বে হরমনপ্রীত, বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা করল বিসিসিআই
Indian Women's Cricket Team: ৯ জুলাই থেকে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবেন হরমনপ্রীতরা।

নয়াদিল্লি: ৯ জুলাই থেকে বাংলাদেশের বিরুদ্ধে (INDW vs BANW) তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ আয়োজিত খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। সেই সিরিজের জন্য রবিবার (২ জুলাই) ভারতীয় স্কোয়াডের ঘোষণাও করে দিল বিসিসিআই।
পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে উভয় ফর্ম্যাটেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজরা সকলেই এই সিরিজে খেলবেন। স্মৃতি মান্ধানা দুই সিরিজেই ভারতীয় দলের সহ-অধিনায়কত্ব করবেন মান্ধানা।
তবে সিরিজে বেশ কিছু বড় বড় নামও অনুপস্থিত রয়েছেন। বাংলার রিচা ঘোষ দলে সুযোগ পাননি। দলে নেই শিখা পাণ্ডে, রেণুকা সিংহ ঠাকুর। দুই তারকা স্পিনার রাধা যাদব ও রাজেশ্বরী গায়কোয়াড়ও স্কোয়াডে সুযোগ পাননি। তাই তুলনামূলক অনিভজ্ঞ স্পিন আক্রমণ নিয়েই ওপার বাংলায় খেলতে নামবে ভারত। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়. 'মহিলা নির্বাচক কমিটি বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজের জন্য দল বাছাই করে নিয়েছে। ছয়টি ম্যাচই মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।'
More details on India’s tour of Bangladesh here 👇👇
— BCCI Women (@BCCIWomen) July 2, 2023
https://t.co/luNyamyZVk #BANvIND #TeamIndia
৯ জুলাইয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর বাকি দুই বিশ ওভারের ম্যাচ যথাক্রমে ১১ জুলাই ও ১৩ জুলাইতে খেলা হবে। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে কিন্তু বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ পাবেন না মান্ধানা, হরমনপ্রীতরা। ওই সিরিজের দুই দিন পরেই শুরু হয়ে যাবে ওয়ান ডে সিরিজ। ১৬, ১৯ এবং ২২ জুলাই তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে। টি-টোয়েন্টি ম্যাচগুলি দুপুর ১.৩০ এবং ওয়ান ডে ম্য়াচগুলি সকাল ৯টা থেকে শুরু হবে।
ফেব্রুয়ারি মাসে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে হতাশাজনক পরাজয়ের পর এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেননি মান্ধানারা। এই বাংলাদেশ সফর দিয়েই ফের একবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যাবে ভারতীয় মহিলা দলকে। '
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'




















