Indian Cricket Team: শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় দল থেকে বাদ পড়লেন ঈশান কিষাণ, শ্রেয়স!
IND vs AFG: ১১ জানুয়ারি থেকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল।
নয়াদিল্লি: দিনকয়েক আগেই আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে উল্লেখযোগ্যভাবে ঈশান কিষাণ (Ishan Kishan) সুযোগ পাননি। নাম নেই শ্রেয়স আইয়ারেরও (Shreyas Iyer)। খবর অনুযায়ী, এই তারকাদ্বয় ফর্ম নয়, বরং শৃঙ্খলা ভাঙার জেরে দল থেকে বাদ পড়েছেন।
মানসিক স্বাস্থ্য এবং পরিবারের প্রয়োজনীয়তার কথা জানিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে সরে দাঁড়িয়েছিলেন ঈশান কিষাণ। তবে খবর অনুয়ায়ী তিনি দেশে পরিবারের কাছে ফেরার বদলে দুবাইয়ে গিয়ে পার্টিতে মজেন। ঈশান কিষাণ সুযোগ পেয়ে সেই সুযোগ কাজে লাগালেও, তাঁকে বারংবার বেঞ্চে বসে থাকতে হচ্ছে, যে কারণেই তিনি ক্ষুব্ধ বলে দাবি করা হচ্ছে। তিনি বিশ্বকাপের পর থেকেই ভারতীয় ম্যানজমেন্টের কাছে ছুটির জন্য আবেদন করছিলেন বলে খবর। তবে প্রতি ক্ষেত্রেই তাঁর ছুটি নাকচ করা হয়।
বিশ্বকাপের পর মেগাটুর্নামেন্টের অংশ একাধিক ভারতীয় ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হলেও, তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে দলে রাখা হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়েও তিনি ছুটি চেয়েছিলেন। তবে সেক্ষেত্রেও তাঁর আবেদন নাকচ করা হয়। এরপর প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে তাঁর বদলে কিপার-ব্যাটার হিসাবে কেএল রাহুলকে দল সুযোগ দিতে আগ্রহী, তাঁর পূর্বাভাস পেয়েই কিষাণ ফেরার সিদ্ধান্ত নেন বলে একাংশের ধারণা।
অপরদিকে, শ্রেয়স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভারতীয় একাদশে সুযোগ পেলেও, তা কাজে লাগাতে ব্য়র্থ হন। প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁর শট নির্বাচন ঘিরে প্রশ্ন ওঠে। নির্বাচকরা শ্রেয়সের শট নির্বাচন নিয়ে একেবারেই সন্তুষ্ট নন এবং সেকারণেই গত টি-টোয়েন্টি সিরিজ়ে শ্রেয়সকে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হলেও, আফগানদের বিরুদ্ধে তাঁকে দলে সুযোগ দেওয়া হয়নি। নির্বাচকরা চেয়েছিলেন শ্রেয়স মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলুন। তবে শ্রেয়স তার বদলে কিছু সময় ছুটি কাটাতে চেয়েছিলেন। তাঁর এহেন মনোভাব নির্বাচকদের মনঃপুত হয়নি। সেই কারণেই তাঁকে আফগানিস্তান সিরিজ় থেকে বাদ দেওয়া হয় বলে খবর।
তবে শ্রেয়স অবশেষে রঞ্জি ম্যাচ খেলতে রাজি হন এবং তাঁকে মুম্বইয়ের রঞ্জি দলেও ডাকা হয়েছে। ১২ জানুয়ারি থেকে শুরু হতে চলা মুম্বই বনাম অন্ধ্রপ্রদেশের ম্যাচে শ্রেয়সকে খেলতে দেখা যাবে। এরপর শ্রেয়স এবং ঈশান কিষাণ আবার কবে সুযোগ পাবেন, তাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পাবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাংলার তারকা দুই বোলারের উন্নতি, বাবরকে পিছনে ফেললেন কোহলি