ICC Rankings: আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাংলার তারকা দুই বোলারের উন্নতি, বাবরকে পিছনে ফেললেন কোহলি
Virat Kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে বিরাট কোহলি ভারতের হয়ে সর্বাধিক ১৭২ রান করেছিলেন। এর সুবাদে টেস্ট ব্যাটারদের তালিকায় এগোলেন তিনি।
দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে টি-টোয়েন্টি সিরিজ় হারতে হয়েছে ঠিকই। কিন্তু ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে কিন্তু বেশ লাভবান হয়েছেন। কে সেই দুই তারকা? তাঁরা হলেন দীপ্তি শর্মা (Deepti Sharma) এবং তিতাস সাধু (Titas Sadhu)। বোলারদের ব়্যাঙ্কিংয়ে যেখানে চার ধাপ এগিয়ে এলেন দীপ্তি, সেখানে বাংলার আরেক বোলার তিতাস ৫০ ধাপ উন্নতি করলেন।
টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ছয় নম্বরে ছিলেন দীপ্তি। তিনি চার ধাপ এগিয়ে আপাতত বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর দখলে ৭২৩ পয়েন্ট রয়েছে। অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে চার নম্বরে রয়েছেন দীপ্তি। অপরদিকে তিতাস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে বেশ নজর কেড়েছেন। তিনি ১০০ জনের মধ্যে চলে এলেন। তিতাসের বর্তমান বোলিং ব়্যাঙ্কিং ৯২। সদ্য প্রকাশিত তালিকায় চার নম্বরে রয়েছেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা।
A lot of movement for India and Australia players in the latest @MRFWorldwide ICC Women’s Player Rankings 📈https://t.co/qKut6QknaU
— ICC (@ICC) January 9, 2024
তবে অজ়িদের বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিতাস এবং দীপ্তি উভয়েই ব্যর্থ। ভারতের বিরুদ্ধে (INDW vs AUSW) সিরিজ় নির্ণায়ক তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সহজেই সাত উইকেটে জয় পেল অস্ট্রেলিয়ান দল। সৌজন্যে দুই অজ়ি ওপেনার অ্যালিসা হিলি (Alyssa Healy) ও বেথ মুনির অর্ধশতরান। ১৪৮ রান তাড়া করতে নেমে আট বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অজ়িরা। এই জয়ের সুবাদে টি-টোয়েন্টি সিরিজ়ও ২-১ স্কোরলাইনে নিজেদের নামে করে হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান দল।
অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে বিরাট কোহলি (Virat Kohli) ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন। চার ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ১৭২ রান। এর সুবাদে টেস্ট ব্যাটারদের তালিকায় তিনিও এগোলেন। তিন ধাপ এগিয়ে কোহলি ব্যাটারদের তালিকায় ছয়ে উঠে এলেন। অপরদিকে, বাবর আজমের (Babar Azam) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়টা একেবারেই ভাল কাটেনি। ছয় ইনিংসে তিনি মাত্র ১২৬ রান করেছিলেন। তিনি দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: চোট নিয়ে উদ্বেগ, কবে মাঠে ফিরবেন তিনি? নিজেই জানালেন শামি