IND vs ENG ODI: বছরের শুরুতে যশপ্রীত বুমরাকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলতে নামবে ভারত?
Jasprit Bumrah: বর্তমানে বর্ডার-গাওস্কর ট্রফি খেলছেন যশপ্রীত বুমরা, এর পরে চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে। তাই এই দুইয়ের মাঝে আয়োজিত ইংল্যান্ড সিরিজ়ে তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করার চেষ্টায় ভারতীয় দল।
নয়াদিল্লি: রমরমিয়ে চলছে বর্ডার-গাওস্কর ট্রফি। এখনও এক টেস্ট ম্যাচ বাকি রয়েছে। তবে নতুন বছরে অজ়িভূমে পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ় শেষ হলেও, ভারতীয় দলের জন্য কিন্তু বিশ্রামের খুব বেশি অবকাশ নেই। ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলবে ভারতীয় দল। সেই সিরিজ়ে নাকি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলবেন না।
বুমরা কিন্তু বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন। কার্যত একা হাতেই ভারতীয় দলকে সিরিজ়ে টানছেন তিনি। স্বপ্নের ফর্মে ভারতের তারকা বোলার। এমন পরিস্থিতিতে যে কোনও দলই তাঁকে একাদশে চাইবে। তবে India Today-র রিপোর্ট অনুযায়ী, যশপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সাদা বলের সিরিজ়ের জন্য বিশ্রাম দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র সাত দিন আগেই এই সিরিজ় শেষ হবে। তাই বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করতেই তাঁকে এই সিরিজ়ে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা।
তবে বিরাট কোহলি ও রোহিত শর্মা এই সিরিজ়ে খেলবেন কি না, সেই বিষয়ে দলের নির্বাচনী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। যতদূর যা শোনা যাচ্ছে ও একই রিপোর্টে দাবি করা হচ্ছে যে দুই সিনিয়র ক্রিকেটারই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলতে আগ্রহী। বড় টুর্নামেন্টের আগে ছন্দে থাকতেই দুই সিনিয়র তারকা এই সিরিজ় খেলতে আগ্রহী।
এই সিরিজ়ের একটি ম্যাচ ইডেন গার্ডেন্সেও হবে। ২২ জানুয়ারি সেই ম্য়াচ। আর ইডেনের সেই ম্যাচের টিকিটের দাম চূড়ান্ত হয়ে গেল। জানুয়ারির ২২ তারিখ ইডেনে মাঠে বসে ভারত বনাম ইংল্যান্ড ধুন্ধুমার ম্যাচ দেখতে চাইলে কত টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের?
সিএবি সূত্রে খবর, টিকিটের ন্যূনতম দাম রাখা হচ্ছে ৮০০ টাকা। অর্থাৎ, মাঠে গিয়ে খেলা দেখতে চাইলে মাথা পিছু অন্তত ৮০০ টাকা খরচ করতে হবেই। এছাড়াও থাকছে আরও বেশ কিছু দামের টিকিট। ৮০০ টাকা ছাড়াও থাকছে ১৩০০, ২০০০ ও ২৫০০ টাকা দামের টিকিট। পাশাপাশি ক্লাব হাউস ও কর্পোরেট বক্সের টিকিটের জন্য আলাদা দাম নির্ধারিত হয়েছে বলেই জানা গেল সিএবি-তে খোঁজ নিয়ে। সিএবি-র অ্য়াপেক্স কাউন্সিলের সদস্যদের উদ্দেশে দামের টিকিট কেনার জন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিও জারি করেছেন সিএবি সচিব নরেশ ওঝা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দলের পরাজয়ে ছোটদের দিকে আঙুল তুলে সমালোচনার শিকার ভারতীয় অধিনায়ক রোহিত