ICC Chairman Jay Shah: ২০৩২ অলিম্পিক্সেও কি ক্রিকেটের দেখা মিলবে? ব্রিসবেনে বৈঠক আইসিসি চেয়ারম্য়ান জয় শাহের
Jay Shah Meets Olympics Organizing Committee: এই ইস্যুতেই ব্রিসবেন অলিম্পিক্সের আয়োজক কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বৃহস্পতিবার আইসিসির নতুন চেয়ারম্য়ান।
ব্রিসবেন: লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট রয়েছে। ২০২৮ সালে অলিম্পিক্সের মঞ্চে দেখা যাবে ক্রিকেট। কিন্তু ২০৩২ সালে ব্রিসবেন অলিম্পিক্সে কি ক্রিকেটের দেখা মিলবে? তা এখনও নিশ্চিত নয়। কিন্তু এই ইস্যুতেই ব্রিসবেন অলিম্পিক্সের আয়োজক কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বৃহস্পতিবার আইসিসির নতুন চেয়ারম্য়ান। ২০৩২ সালের অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়েই কথা হয়েছে দু পক্ষের।
লস অ্য়াঞ্জলেস অলিম্পিক্সে ক্রিকেট খেলাটি মূলত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হবে। আমেরিকার নিকটবর্তী মাঠগুলোতে খেলা আয়োজনের সম্ভাবনা রয়েছে। এখনো স্টেডিয়ামের নাম চূড়ান্ত ঘোষণা করা হয়নি যদিও। ২০৩২ অলিম্পিক্সের মঞ্চ ব্রিসবেন। অস্ট্রেলিয়ায় ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অলিম্পিক্স কমিটির প্রধান সিন্ডি হুক ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখ্যকর্তা নিক হকলির সঙ্গে আলোচনা সেরেছেন জয় শাহ।
View this post on Instagram
জয় শাহ বিসিসিআইয়ের প্রাক্তন সচিব। গত ২০ অগাস্ট নিউজ়িল্যান্ডের জর্জ বার্কলে জানিয়ে দেন সুযোগ থাকলেও, তিনি তৃতীয়বার আইসিসির চেয়ারম্যান পদে লড়াই করতে আগ্রহী নন। সরে দাঁড়াবেন তিনি। তারপর থেকেই শোনা যাচ্ছিল জয় শাহ নাকি আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে আগ্রহী। তাঁর জয়ও কার্যত নিশ্চিতই ছিল। এবার কার্যতটা সরে গেল। জয় শাহই হলেন নতুন আইসিসি চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক কমিটির সর্বোচ্চ পদে বসলেন জয় শাহ।
দায়িত্ব নিয়েই জয় শাহ ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন ও সেই উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথাও বলেছিলেন। তিনি জানান, 'আমাদের প্রধান লক্ষ্য হল ক্রিকেটকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া, এর জনপ্রিয়তা আরও বাড়ানো। আমরা যেমন অতীত থেকে শিক্ষা নেব, তেমনই বিশ্বজুড়ে ক্রিকেটের প্রতি ভালবাসা বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন পরিকল্পনারও প্রয়োজন রয়েছে। লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি আমাদের সেই লক্ষ্যের দিকে বড় পদক্ষেপ। আমি নিশ্চিত এর ফলে ক্রিকেটের জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।