Jaydev Unadkat Released: বাংলার বিরুদ্ধে খেলবেন রঞ্জি ফাইনাল, ভারতীয় দল থেকে ছাড়া হল উনাদকাটকে
Jaydev Unadkat: ২০১৯-২০ সালে জয়দেব উনাদকাট নেতৃত্বেই সৌরাষ্ট্র প্রথমবার রঞ্জি জেতে। এবারও ফাইনাল ম্যাচ খেলার জন্য তাঁকে ছেড়ে দেওয়া হল।
নয়াদিল্লি: ১৭ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল (Border-Gavaskar Trophy)। সেই ম্যাচের আগেই ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল তারকা বোলার জয়দেব উনাদকাটকে (Jaydev Unadkat)। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ আলোচনার পর জাতীয় নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
ফাইনালে উনাদকাট
প্রথম টেস্টে ভারতীয় একাদশে সুযোগ পাননি বাঁ-হাতি ফাস্ট বোলার। কিন্তু হঠাৎ উনাদকাটকে কেন সিরিজের মাঝেই ছেড়ে দেওয়া হল? কারণ হল রঞ্জি ট্রফির ফাইনাল (Ranji Trophy Final)। কর্ণাটককে হারিয়ে রঞ্জির ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে সৌরাষ্ট্র। বাংলার বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে তাঁরা। উনাদকাট সৌরাষ্ট্রের অধিনায়ক। ২০১৯-২০ সালে তাঁর নেতৃত্বেই সৌরাষ্ট্র প্রথমবার রঞ্জি জেতে। এবারও ফাইনাল ম্যাচ খেলার জন্য তাঁকে ছেড়ে দেওয়া হল। উনাদকাটকে ছেড়ে দেওয়া হলেও, ভারতীয় দলে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব, তিন ফাস্ট বোলার রয়েছেন।
সৌরাষ্ট্রের জয়
ফের একবার রঞ্জির ফাইনালে (Ranji Trophy Final) নিজেদের জায়গা পাকা করল সৌরাষ্ট্র। তিন বছর পরে আবারও রঞ্জির ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। কর্ণাটককে চার উইকেটে হারাল সৌরাষ্ট্র (Saurashtra vs Karnataka)। সৌজন্যে সৌরাষ্ট্র অধিনায়ক অর্পিত বাসবডা (Arpit Vasavada)। ম্য়াচে ২০২ ও ৪৭ রানের ইনিংস খেলেন সৌরাষ্ট্র অধিনায়ক। ম্যাচের সেরাও নির্বাচিত হন অর্পিত।
ম্যাচের চতুর্থ দিনে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে নিজেদের হাতে তুলে নিয়েছিল সৌরাষ্ট্র। কর্নাটকের প্রথম ইনিংসে তোলা ৪০৭ রানের জবাবে সৌরাষ্ট্রের প্রথম ইনিংস শেষ হয় ৫২৭ রানে। দিনের শেষে সৌরাষ্ট্র চার উইকেটের বিনিময়ে ১২৩ রান তোলার সুবাদে মাত্র তিন রানে এগিয়ে ছিল। অলৌকিক কিছু না ঘটলে সৌরাষ্ট্রের জয় কার্যত নিশ্চিতই ছিল। হলও তাই। ম্যাচের শেষ দিনে ২৩৪ রানেই গুটিয়ে যায় সৌরাষ্ট্রের ইনিংস। নিকিন জোস ১০৯ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন। চেতন সাকারিয়া ও ধর্মেন্দ্র জাডেজা চারটি করে উইকেট নেন।
জয়ের জন্য সৌরাষ্ট্রের ১১৪ রানের প্রয়োজন ছিল। অল্প রানের পুঁজি নিয়েও কিন্তু কর্ণাটক লড়াই থামায়নি। ৪২ রানেই সৌরাষ্ট্রের অর্ধেক দলকে সাজঘরে ফেরত পাঠিয়ে দেন কর্ণাটক বোলাররা। বল হাতে কৃষ্ণাপ্পা গৌতম ও বাসুকি কৌশিক সৌরাষ্ট্র ব্যাটারদের পরপর সাজঘরে ফেরত পাঠান। শেল্ডন জ্যাকসন (৭) ও চিরাগ জানি (১) ব্যাট হাতে ব্যর্থ হন। তবে ফের একবার সৌরাষ্ট্রের ত্রাতা হয়ে উঠেন অর্পিত। তাঁর অপরাজিত ৪৭ রানের সুবাদে জয় পেল সৌরাষ্ট্র।
আরও পড়ুন: ছন্দ ফিরে পেতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের সাহায্য নেন শামি!