T20 World Cup: ব্যাট-গ্লাভস তুলে রাখলেন, ক্রিকেটকে কি আলবিদা জানাচ্ছেন বাটলার?
Jos Buttler England team Captain: জস বাটলার ও তাঁর দলকে সেমি থেকেই বিশ্বকাপের দৌড় শেষ করতে হল। আর ভারতের বিরুদ্ধে হারের পরই এবার কেরিয়ারের বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তারকা বাটলার।
লন্ডন: ম্যাচের শেষের দিকে বারবার তাঁর দিকে ক্যামেরা তাক করছিল। একের পর এক উইকেট পড়ছে। আর তাঁর চোখমুখ শুকিয়ে যাচ্ছে ততই। রিজার্ভ বেঞ্চে বসে মাথা নীচু করছেন। প্রতিনিয়ত হতাশা ঝড়ে পড়ছে, যা লুকনোর চেষ্টা করছিলেন। চেয়েছিলেন ভীষণভাবে আগেরবারের মতই এবারও অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে ইংল্যান্ডকে। কিন্তু পারলেন না। ভারতীয় বোলারদের দাপটে জস বাটলার ও তাঁর দলকে সেমি থেকেই বিশ্বকাপের দৌড় শেষ করতে হল। আর ভারতের বিরুদ্ধে হারের পরই এবার কেরিয়ারের বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তারকা বাটলার।
গতকাল ভারতের বিরুদ্ধে ৬৮ রানে হারের পর বাটলার বলছেন, ''যোগ্য দল হিসেবে ভারত ফাইনাল উঠেছে। ম্য়াচ জিতেছে আমাদের বিরুদ্ধে। ওঁরা সব বিভাগেই আমাদের টেক্কা দিয়েছে। আমি ভেবেছিলাম ভারতকে ১৪০-১৪৫ এর মধ্যে আটকে রাখতে পারলে একটা সুযোগ তৈরি করা যেত। কিন্তু সেটাও পারিনি আমরা। এছাড়া চার পেসারে খেলব, নাকি পুরনো টিম কম্বিনেশন ধরে রাখব, সেটাও ভাবনার বিষয় ছিল, কিন্তু সেখানেও আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি।'' এরপরই ইংল্যান্ড অধিনায়ক বলেন, ''এই মুহূর্তে ক্রিকেট থেকে আমি বিরতি নিতে চাই। হারের পর সবাই আবেগঘন হয়ে রয়েছে। অন্য কিছু নিয়ে ভাবতেও কারও ভাল লাগছে না। খেলা থেকে কিছুদিনের বিরতি নিয়ে ফের ফিরব আমরা।'' বাটলার বিরতির কথা বললেও চৌত্রিশ ছুঁইছুঁই প্লেয়ারকে কি আদৌ জাতীয় দলের এই ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে দেখা যাবে কি না তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। যদিও বাটলার আভাস দিলেন যে এই হারের ফলে দলে কোনও পরিবর্তন এখনই হয়ত হবে না। সেক্ষেত্রে ফের কবে মাঠে ফেরেন বাটলার, তা দেখার।
গতকাল ব্যাট হাতে বাটলার শুরুটা কিন্তু ভালই করেছিলেন। চারটি চার হাঁকিয়ে ফেলেছিলেন। কিন্তু অক্ষর পটেল আক্রমণে আসতেই পন্থের হাতেে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেন তিনি। ইংল্যান্ডের ব্যাটাররা যে স্পিনের সামনে এখনও নড়বড়, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। বাটলার ছাড়া ২৫ রানের ইনিংস খেলেছিলেন হ্যারি ব্রুক। এছাড়া অন্যান্য কেউ সেভাবে রান পাননি। ভারতীয় স্পিন আক্রমণের কোনও জবাবই ছিল না ইংরেজ ব্যাটারদের কাছে। অক্ষর ও কুলদীপ তিনটি করে উইকেট নেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অর্ধশতরান হাঁকিয়েছিলেন রোহিত শর্মা।