Ravi Shastri: টি-টোয়েন্টিতে রোহিত, বিরাটের পরিবর্তে কাকে দেখতে চাইছেন শাস্ত্রী?
Ravi Shastri Update: টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে এবার সময় এসেছে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার। শুধুমাত্র টেস্ট, ওয়ান ডে ফর্ম্যাটে রোহিত ও বিরাটকে দেখতে চাইছেন শাস্ত্রী।
মুম্বই: টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের অভিজ্ঞ ব্য়াটার ২ জনেই। একজন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দ্বিতীয় জন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। দেশের জার্সিতে একাধিক রেকর্ডের মালিক ২ জনেই। কিন্তু এবার কুড়ির ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে এই ২ জনকে আর দেখতে চাইছেন না রবি শাস্ত্রী। দেশের প্রাক্তন কোচ মনে করেন টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে এবার সময় এসেছে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার। শুধুমাত্র টেস্ট, ওয়ান ডে ফর্ম্যাটে রোহিত ও বিরাটকে দেখতে চাইছেন শাস্ত্রী।
কী বলছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ?
জাতীয় দলের কোচ শাস্ত্রী বলছেন, ''আমার মনে হয় সামনে যে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে, সেই সিরিজে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত। তরুণদের হাত খোলার, নিজেদের পারফর্ম করার সুযোগ দেওয়া উচিত। রোহিত ও বিরাটের মত প্লেয়াররা কী করতে পারে আমরা সবাই জানি। বিশ্ব ক্রিকেটে নিজেদের একটা আলাদা মান তৈরি করেছে ওরা। ভারতীয় ক্রিকেটে অনেক অবদান রয়েছে ওদের। কিন্তু আমি মনে করি টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত।'' তিনি আরও বলেন, ''আমার আরও মনে হয় যে বিরাট, রোহিতদের অভিজ্ঞতা টেস্ট ক্রিকেটে বা লাল বলের ক্রিকেটে আরও বেশি করে কাজে আসবে।'' প্রত্যেক ফর্ম্যাটে স্পেশালিস্ট ক্রিকেটার বাছাই করা উচিত বলে মনে করেন শাস্ত্রী। তিনি বলেন, ''আমার মনে হয় প্রত্যেক ফর্ম্যাটের জন্য স্পেশালিস্ট বেছে নেওয়া উচিত। এমন করা উচিত নয় যে ফ্র্যাঞ্চাইজি লিগে যে প্লেয়ার পাঁচ বা ছয়ে ব্য়াট করে, তাঁকে জাতীয় দলের জার্সিতে যেন ওপেনিংয়ে নামানো না হয়।''
নজির শুভমনের
স্বপ্নের ফর্মে শুভমন গিল। চলতি বছরে নিজের ৬ নম্বর সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন তিনি। আইপিএলে নিজের প্রথম শতরানও এল। তবে এরই ফাঁকে এক অনন্য নজিরও গড়ে ফেললেন গুজরাত টাইটান্সের ওপেনার। ভেঙে ফেললেন ২০১০ সালে সচিন তেন্ডুলকরের করা রেকর্ড। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন গিল। যা আইপিএলের ইতিহাসে ছক্কা ব্যতীত কোনও ব্য়াটারের দ্রুততম অর্ধশতরান। এর আগে ২০১০ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ২৩ বলে অর্ধশতরান করেছিলেন মাস্টার ব্লাস্টার। যা এতদিন ছক্কা ছাড়া হাঁকানো দ্রুততম হাফ সেঞ্চুরি ছিল কোনও ব্য়াটারের। সচিনের ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে তা নিজের দখলে করে ফেললেন গিল। আমদাবাদে গতকাল মাত্র ৫৬ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। ১৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান এই ২৩ বছরের এই তরুণ। চলতি আইপিএলে পাঁচশো রানের বেঞ্চমার্ক টপকে গিয়েছে গিল। একই সঙ্গে গুজরাত টাইটান্সের জার্সিতে প্রথম ব্য়াটার হিসেবে আইপিএলে ১ হাজার রানও পূরণ করে ফেললেন।