Gambhir On Ishan: ওয়ান ডে-তে রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে এই তরুণকে চাইছেন গম্ভীর
Gautam Gambhir Update: জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামছে ভারত। সেই সিরিজেও ধবনকে বাদ দিয়েই দল সাজানো হয়েছে। গম্ভীর মনে করেন রোহিতের সঙ্গে ঈশানকেই নামানো উচিত।
নয়াদিল্লি: ঈশান কিষাণের হয়ে ব্যাট ধরলেন গৌতম গম্ভীর। ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে ওপেনিংয়ে ধারাবাহিকভাবে রাঁচির তরুণকেই দেখতে চান বাঁহাতি প্রাক্তন ওপেনার। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ১৩১ বলে ২১০ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন ঈশান। যা দেখে মুগ্ধ গম্ভীর।
জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামছে ভারত। সেই সিরিজেও ধবনকে বাদ দিয়েই দল সাজানো হয়েছে। গম্ভীর মনে করেন রোহিতের সঙ্গে ঈশানকেই নামানো উচিত। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ''একজন সদ্য ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করেছে। অন্য কাউকে নিয়ে ভাবাই উচিত নয়। ঈশান কিষাণেরই পরের সিরিজে ওপেনিংয়ে নামা উচিত। ওরকম পরিস্থিতিতে দুর্দান্ত একটা ইনিংসের পর ঘরের মাঠে ঈশানের খেলা উচিত।''
গম্ভীর আরও বলেন, ''ঈশান উইকেটের পেছনেও যথেষ্ট সাবলীল। এছাড়াও ব্যাট হাতে এখনও অনেক পথ চলা বাকি ওর। দুটো দায়িত্বই সামলাতে পারে ঈশান। আমার মনে হয় আর কোনও আলোচনাই থাকতে পারে না। কোনও ব্য়াটার যদি দ্বিশতরানের ইনিংস খেলে, তার ওপরই ভরসা করা উচিত।''
সচিন, সহবাগ, রোহিত শর্মার পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে দ্বিশতরান করেছিলেন ঈশান কিষাণ। মাত্র ১২৬ বলে দ্রুততম দ্বিশতরান করেছিলেন ঈশান। এর আগে ক্রিস গেল এই রেকর্ডের মালিক ছিলেন। তিনি ১৩৮ বলে নিজের দ্বিশতরানটি করেছিলেন।
রোহিত শর্মাকে পিছনে কণিষ্ঠতম ব্যাটার হিসাবে ২৪ বছর ১৪৫ দিনে দ্বিশতরানটি করেন তিনি। রোহিত ২৬ বছর ১৮৬দিনে নিজের প্রথম ওয়ান ডে দ্বিশতরানটি করেছিলেন। বাংলাদেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে এটিই কোনও ব্যাটারের করা সর্বোচ্চ স্কোর। ২০১১ সালে শেন ওয়াটসনের করা অপরাজিত ১৮৫ রানের রেকর্ড ভাঙলেন তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির ১৮৩ রানের ইনিংসকে পিছনে ফেলে দেশের বাইরে ভারতীয় হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ ওয়ান ডে রান করার মালিকও এখন ঝাড়খণ্ডের তরুণই।