IND vs SA: তাঁর শহরেই বসছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আসর, খেলা দেখতে কি আসবেন ধোনি? রাহুল বললেন...
MS Dhoni: সিরিজ়ের আগে প্রিয় মাহি ভাইয়ের সঙ্গে কোহলি তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন। সেখানেই শেষ নয়। স্নেহের চিকুকে হোটেল পর্যন্ত ছাড়তে নিজেই গাড়ি চালিয়ে আসেন ধোনি।

রাঁচি: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়বে ভারতীয় দল। ম্যাচটি খেলা হবে মহেন্দ্র সিংহ ধোনির-গড় (MS Dhoni) রাঁচিতে। সেই ম্যাচ দেখতে কি স্বয়ং ধোনি হাজির হবেন?
সিরিজ় শুরুর বেশ কয়েকদিন আগেই ধোনির শহরে বিরাট কোহলি পৌঁছে গিয়েছিলেন। প্রিয় মাহি ভাইয়ের সঙ্গে কোহলি তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন। সেখানেই শেষ নয়। স্নেহের চিকুকে হোটেল পর্যন্ত ছাড়তে নিজেই গাড়ি চালিয়ে আসেন ধোনি।
ম্যাচের আগে তো মাহি-দর্শন হয়ে গিয়েছে। তবে ম্যাচ দেখতে কি ধোনি আসবেন? এই প্রশ্নই এখন সকল সমর্থকদের মাথায় ঘোরাফেরা করছে। এই সিরিজ়ে ভারতের অন্তর্বর্তীকালীন অধিনায়ক কেএল রাহুলকেও (KL Rahul) এই প্রশ্নই করা হয়। জবাবে রাহুল কিন্তু স্পষ্ট জানিয়ে দেন কিংবদন্তি অধিনায়ক তাঁদের ম্য়াচ দেখতে মাঠে উপস্থিত থাকলে তাঁরা সকলেই আনন্দিত হবেন।
সাংবাদিক সম্মেলনে রাহুলকে বলতে শোনা যায়, 'আমরা সকলেই ওঁর অধীনে খেলেছি। ওঁর অনুরাগী আমরা। তাই সকলেই আমরা ভাল বন্ধুও। ধোনির মতো এতো বড় মাপের এক ব্যক্তিত্ব যিনি ভারতীয় ক্রিকেটার হিসাবে এত সাফল্য পেয়েছেন, তাঁকে জানতে পারাটা পরম সৌভাগ্যের। আমরা সকলেই মানুষ হিসাবে ওঁকে সম্মান করি।'
তিনি আরও যোগ করেন, 'ওঁ যদি ম্যাচ দেখতে আসেন, তাহলে শুধু সমর্থকরাই নয়, আমরা সকলেও খুবই উচ্ছ্বসিত হব। আমরা সকলেই এখানে খেলাটাকে আরও বেশি করে উপভোগ করব। আশা করছি আমরা ম্যাচ জিতব এবং সমর্থকদের একটা ভাল পারফরম্যান্স উপহার দিতে পারব। আর এমনটা করতে পারলে, আমরা ম্যাচ জিতলে তো এমএসও খুশিই হবেন।'
রোহিত-কোহলিদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা
রোহিত শর্মা ও বিরাট কোহলির ক্রিকেটীয় ভবিষ্যৎ ঠিক করতে বৈঠকে বসতে পারেন বোর্ড কর্তারা। শোনা যাচ্ছে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হলেই দুই তারকার ভবিষ্যৎ নির্ধারণ করতে আমদাবাদে একটি বৈঠক হবে। যে বৈঠকে থাকার কথা বোর্ডের শীর্ষকর্তা থেকে শুরু করে কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকরের। পরের ওয়ান ডে বিশ্বকাপে রোহিত ও কোহলিকে রাখা হবে কি না, তা নিয়ে মত বিনিময় হতে পারে সেই বৈঠকে।
এ-ও বলা হচ্ছে যে, রোহিত ও কোহলিকে ছাড়াই যদি ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের নকশা তৈরি হয়, তাহলে তাঁদের বিকল্প মজুত রয়েছে কি না, সেটা নিয়েও আলোচনা করা হবে ওই বৈঠকে। শোনা গেল, রোহিত ও কোহলির সঙ্গে এখন ও পর্যন্ত এ নিয়ে কোনও আলোচনা করেনি বোর্ড বা কোচ, নির্বাচকেরা।




















