(Source: ECI/ABP News/ABP Majha)
World Richest Cricketer: বিরাট নন, ধোনিও নন, ভারতের এমনকী বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের নাম শুনলে চমকে যাবেন!
World Richest Cricketer Update: কিন্তু এই তিনটি নামই ভুল। আসলে বিশ্বের সবচেয়ে ধনী যে ক্রিকেটার তিনি একজন ভারতীয়ই। আর সবচেয়ে বড় কথা তিনি ধোনি ও বিরাটের থেকেও অনেক বেশি সম্পত্তির মালিক।
মুম্বই: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের নাম কী? কোনও বিদেশি ক্রিকেটার নন, ভারতীয় ক্রিকেটার। অনেকের মাথায় আসবে বিরাট কোহলির নাম, অনেকের মাথায় আসবে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra) নাম। আবার উঠে আসতে পারে সচিন তেন্ডুলকরের নামও। কিন্তু এই তিনটি নামই ভুল। আসলে বিশ্বের সবচেয়ে ধনী যে ক্রিকেটার তিনি একজন ভারতীয়ই। আর সবচেয়ে বড় কথা তিনি ধোনি ও বিরাটের থেকেও অনেক বেশি সম্পত্তির মালিক। তবে তিনি এখনও পর্যন্ত দেশের জার্সিতে ক্রিকেট খেলেননি। তাঁর নাম আর্যমান বিড়লা। শুধু ভারতের নয়, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারও তিনি।
কে এই আর্যমান বিড়লা? তিনি মধ্যপ্রদেশের হয়ে খেলা একজন প্রথম শ্রেণির ক্রিকেটার। আসলে আর্যমান বিড়লার বাবার নাম কুমার মঙ্গলাম বিড়লা। যিনি দেশের একজন স্বনামধন্য শিল্পপতি। দেশের অন্য়তম ধনী শিল্পপতিও। ছেলে আর্যমান যদিও ক্রিকেট প্রেমে বিভোর। তাই ছোটবেলা থেকেই ক্রিকেট খেলছেন। রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটেও দেখা গিয়েছে তাঁকে। যদিও ২০১৯ সালে খেলা থেকে বিরতি নিয়েছিলেন আর্যমান মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে। এরপর আর তাঁকে ফিরে আসতে দেখা যায়নি।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী আর্যমান বিড়লার বর্তমান সম্পত্তির পরিমান ৭০ হাজার কোটি টাকা। এই তালিকায় ধারে কাছেও নেই বিরাট ও ধোনিরা। কিছুদিন আগেই টাইমস অফ ইন্ডিয়ার একটি খবর প্রকাশ্যে এসেছিল, সেখানে উল্লেখ করা হয়েছিল যে সচিন তেন্ডুলকরই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার। তাঁর সম্পত্তির পরিমান আনুমানিক ১৫০০ কোটি টাকা। এরপর সেই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (১০০০ কোটি), বিরাট কোহলি (৮০০ কোটি), রিকি পন্টিং (৬০০ কোটি) ও ব্রায়ান লারা (৬০০ কোটি)। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে না খেলায় হয়ত আর্যমানের নাম এই তালিকায় নেই। কিন্তু হিসেব করে দেখলে মধ্যপ্রদেশের হয়ে খেলা এই ক্রিকেটারই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার।
উল্লেখ্য, এই মুহূর্তে ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি। আপাতত লন্ডনে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানে তিনি বাড়িও কিনেছেন। টি-২০ বিশ্বকাপের পরই যিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে খেলবেন আইপিএলে। টি-২০ বিশ্বকাপের পরই শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজ খেলে ভারত। টি-২০ সিরিজে দেখা যায়নি কোহলিকে। তবে ওয়ান ডে সিরিজের দলে ফেরেন। যদিও সেই সিরিজে হেরে যায় কোহলি, রোহিত শর্মা সমৃদ্ধ দল।